Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভমানকে নিয়ে ভারতের বড় দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
৯ অক্টোবর ২০২৩ ১৭:৩২

ডেঙ্গু জ্বরের কারণে নিজের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচই ডাগআউটে বসে দেখতে হয়েছিল ভারতীয় ওপেনার শুভমান গিলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারলেও ধারণা করা হচ্ছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তার বিশ্বকাপ যাত্রা। তবে বিধিবাম, দ্বিতীয় ম্যাচেও মাঠে নামা হচ্ছে না গিলের। বিসিসিআই’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গিলকে ছাড়াই আফগানদের বিপক্ষে খেলতে নামবেন তারা।

দিল্লিতে আগামী ১১ অক্টোবর আফগানদের মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরুর আগেই ধাক্কাটা খেলেন রোহিতরা। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, দিল্লিতে এখনই যাচ্ছেন না গিল, থেকে যাবেন চেন্নাইতেই। এখানেই ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে এই ওপেনারকে।

বিজ্ঞাপন

ভারতের দুশ্চিন্তার আরেকটি বড় কারণ পাকিস্তানের বিপক্ষে গিলের না খেলার শঙ্কা। গিলের জায়গায় ওপেন করতে নামা ইশান কিষাণ শূন্য রানেই ফিরেছেন অজিদের বিপক্ষে। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচের আগে গিল আদৌ সেরে উঠবেন কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। আর যদি সেরেও ওঠেন, তবুও ডেঙ্গুর এই ধকল কাটিয়ে নিজের সেরাটা দিতে পারবেন কিনা সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে।

গিলের সামনে হাতছানি দিচ্ছে শচীনকে ছাড়িয়ে যাওয়ার। এক বছরে ওয়ানডেতে সর্বোচ্চ রান শচীনের, ১৯৯৮ সালে ১৮৯৪ রান করেছিলেন এই কিংবদন্তি। দীর্ঘ ২৫ বছরেও কেউ এই রেকর্ডে ভাগ বসাতে পারেনি। তবে এই বছরটা স্বপ্নের মতো কাটছে গিলের। এখন পর্যন্ত ২০২৩ সালে ১২৩০ রান করেছেন গিল। ডেঙ্গুর কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও মাঠের বাইরে ছিলেন গিল। বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। শেষ পর্যন্ত কি শচীনকে আর ছুঁতে পারবেন গিল?

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এমএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ডেঙ্গুতে আক্রান্ত ভারত বিশ্বকাপ শুভমান গিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর