কিউইদের টানা দুই না ডাচ অঘটনের দিন?
৯ অক্টোবর ২০২৩ ১০:৩২ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ১০:৩৩
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণভাবেই করেছে গতবারের রানার-আপ নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কিউইদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়াই করেই হেরেছে ডাচরা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে আজ আবারও দেখা যাবে কিউইদের দাপট, নাকি অঘটন ঘটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়বে নেদারল্যান্ডস?
পরিসংখ্যান
বিশ্বকাপে এর আগে মাত্র একবার দেখা হয়েছে দুই দলের। ১৯৯৬ সালের বিশ্বকাপে ডাচদের ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। ওয়ানডেতে আরও তিনবার মুখোমুখি হয়েছে কিউই ও ডাচরা। প্রতিবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। সবশেষ তাদের দেখা ২০২২ সালে। পঞ্চম দেখায় জয়ের সম্ভাবনার পাল্লা কিউইদের দিকেই বেশি ভারী থাকবে অনুমেয়ভাবেই।
পিচ ও কন্ডিশন
গত ম্যাচের মতো এবারও হায়দ্রাবাদের পিচ কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে বোলারদের। বিশেষ করে নতুন বলে পেসাররা সুইং পাবেন। টসে জিতে গত ম্যাচে বোলিং নিয়ে পাকিস্তানকে বিপদে ফেলে দিয়েছিলেন ডাচ বোলাররা। এবারও তাই টসে জিতে দুই দলের অধিনায়ক বোলিংই নিতে চাইবেন। পেসারদের পাশাপাশি স্পিনাররাও ভালো সুবিধা পেতে পারেন এই পিচে। আজ হায়দ্রাবাদে নেই বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকায় গরমে ভালোই ভুগতে হবে ক্রিকেটারদের।
দলের খবর
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও অধিনায়ক কেইন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফেরার কথা তার। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন টিম সাউদি ও লকি ফারগুসন। ডাচদের দলে নেই কোনো ইনজুরি শঙ্কা।
ডাচ অলরাউন্ডার রলফ ভ্যান ডার মারউই জয়ের আশাতেই মাঠে নামবেন, ‘এই পিচে ব্যাটার ও বোলার দুই পক্ষের জন্যই কিছু না কিছু রয়েছে। যদিও আগের ম্যাচের সঙ্গে পিচের খুব বেশি মিল নাও থাকতে পারে। আমাদের শুধু দরকার ভালো ক্রিকেট খেলা। যদি আমরা এটা করতে পারি, জয় পাওয়া অবশ্যই সম্ভব।’
পাকিস্তানের বিপক্ষে শুরুতেই বেশ কয়েকটি উইকেট নিয়ে চমকে দিয়েছিল ডাচরা। নিউজিল্যান্ড ব্যাটার গ্লেন ফিলিপ্স তাই সতর্ক হয়েই মাঠে নামবেন, ‘অবশ্যই প্রথম ম্যাচ আমরা দারুণভাবে জিতেছি। কিন্তু এটা লম্বা একটা টুর্নামেন্ট। এক ম্যাচ জিতে অতিরিক্ত ফুরফুরে মেজাজে থাকার কোনো উপায় নেই। হারলেও খুব বেশি হতাশ হওয়া যাবে না। এটাই এই টুর্নামেন্টের সাফল্যের মূল চাবিকাঠি।’
সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড)
ডেভিড কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লকি ফারগুসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
সম্ভাব্য একাদশ (নেদারল্যান্ডস)
বিক্রমাজিত সিং, ম্যাক্স ওদাউদ, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, ব্যাস ডি লিড, তেজা নিডামানুরু, সাকিব জুলফিকার, রোলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যেকেরেন, রায়ান ক্লেইন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/টিআর