Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ২ ওভারে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

স্পোর্টস ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ১৯:১৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৯:২৩

বল হাতে দুর্দান্ত ছিল ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৯ রানে বেঁধে ফেলেছিল রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদবরা। ২০০ রানের লক্ষ্য ভারতীয় ব্যাটিং লাইন আপের সামনে মামুলিই। তবে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলার পাত্র নয়। শুরুতেই তা দেখিয়ে দিচ্ছে অজি পেসাররা।

ইনিংসের প্রথম ওভারেই ইশান কিষাণকে রানের খাতা খোলার আগেই তুলে নেন মিচেল স্টার্ক। এরপর দম ফেলার সুযোগ দেননি জশ হ্যাজেলউড। দ্বিতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মাকেও ফেরান। এখানেই থেমে থাকেননি তিনি। ওই ওভারে শ্রেয়াস আইয়ারকেও তুলে নিয়ে ধসিয়ে দেন ভারতের টপ অর্ডার।

বিজ্ঞাপন

স্টার্কের করা ওভারের প্রথম বলটিই ছিল ওয়াইড। এরপরের বল রোহিতের পায়ে লাগান। এক বল ডট দিয়ে তৃতীয় বলে লেগ বাই রান নেন রোহিত। স্ট্রাইকে যান শুভমান গিলের অনুপস্থিতিতে ওপেনিংয়ে জায়গা পাওয়া ইশান কিষাণ। তবে প্রথম বলেই স্টার্কের আউট সাইড অফ স্ট্যাম্পের আউট সুইং ডেলিভারিতে পরাস্থ। প্রথম স্লিপে থাকা ক্যামেরুন গ্রিনের তালুবন্দি। গোল্ডেন ডাকে ফিরলেন ইশান। ভারত মাত্র দুই রানে হারাল প্রথম উইকেট।

দ্বিতীয় ওভারে বল হাতে এলেন জশ হ্যাজেলউড। আর এসেই রোহিত শর্মাকে প্রথম দুই বল ডট দিলেন। তৃতীয় বল আউট সাইড অফে বল ফেলেন। ইন সুইং করে গিয়ে লাগে তার পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। ২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। যদিও রোহিত আম্পায়ারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও রক্ষা পাননি। ৬ বলে কোনো রান না করেই ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে।

চারে ব্যাট হাতে আসেন শ্রেয়াস আইয়ার। ওই ওভারের শেষ বলে শ্রেয়াস আইয়ারকে গুড লেংথে আউট সাইড অফে বল দেন হ্যাজেলউড। আর সেই বল ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে থাকা ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হন আইয়ার। ৩ বলে শূন্য রানে ফেরেন তিনিও। ভারত ২ রানে হারায় ৩ উইকেট।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর