জিরুনাকে হারিয়ে লিগের শীর্ষে রিয়াল
১ অক্টোবর ২০২৩ ০০:৫৬
জিরুনার বিপক্ষে সাম্প্রতিক ফর্মটা মোটেও পক্ষে কথা বলছিল না রিয়াল মাদ্রিদের। লা লিগায় মুখোমুখি লড়াইয়ের শেষ তিন ম্যাচের দুটিতেই জিরুনার জয় আর একটি ড্র। এমন পরিসংখ্যান নিয়ে জিরুনার মাঠে আতিথ্য নেয় অল হোয়াইটসরা। তবে ম্যাচের শুরুতেই দুই গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে। আর তাতেই তিন পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে চড়ে বসে রিয়াল।
চোট কাটিয়ে এদিন শুরুর একাদশে ফেরেন ভিনিসিয়াস জুনিয়র। তবে চোটে পড়ে রক্ষণভাগে ছিলেন না ডেভিড আলাবা। অন্যদিকে লুকা মদ্রিচকেও বেঞ্চে রেখেই একাদশ সাজান কার্লো আনচেলোত্তি। তবে কারো অভাবই চোখে পড়তে দেননি জুড বেলিংহাম-চুয়ামেনি-ক্রুস-ভালভার্দেরা।
ম্যাচের শুরুতে জিরুনা চাপ সৃষ্টি করে। তবে সে চাপ সামাল দিয়ে ১৭তম মিনিটে বাঁ দিক থেকে দারুণ এক বাঁকানো ক্রস করেন বেলিংহাম। ডি বক্সে থাকা হোসেলুর পায়ের ওপরেই গিয়ে পড়ে বল আর সেখান থেকে কেবল গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই কর্নার থেকে টনি ক্রুসের উড়ে আসা বল ডি বক্সে থাকা চুয়ামেনি ফাঁকায় জিতে নেন। আর সময় নিয়ে হেড করে জালে পৌঁছে দেন বল। এতেই রিয়াল এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে।
দ্বিতীর্ধেও আক্রমণের ধারা ধরে রাখে রিয়াল। ভিনিসিয়াস জুনিয়র কয়েকটি সুযোগ তৈরি করলেও তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় রিয়ালকে। ৭১ মিনিটে এসে প্রতি আক্রমণে বল নিয়ে ওঠেন বেলিংহাম। এরপর চুয়ামেনির পা ঘুরে হোসেলুর কাছে বল যায়। তিনি শট নিলে গোলরক্ষক রুখে দিলে বল আবারও তার কাছেই আসে। আর এবার হোসেলু বল বাড়ান ডি বক্সের দিকে দৌড়াতে থাকা বেলিংহামকে। ডি বক্সে বল পেয়ে মৌসুমে রিয়ালের হয়ে ষষ্ঠ গোল করতে ভুল করেননি। আর রিয়াল তাতেই এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
খেলার শেষ দিকে এসে রিয়াল অধিনায়ক নাচো ফার্নান্দেজ পর্তুকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। তবে শেষ পর্যন্ত বদলায়নি স্কোরলাইন। রিয়াল মাদ্রিদ ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে লা লিগায় ৮ ম্যাচে ৭ জয় আর এক হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৬ জয় আর দুটি ড্র’তে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর চলতি মৌসুম দুর্দান্ত শুরু করা জিরুনার প্রথম হারে লিগের দুই থেকে তিনে নেমে গেছে। ৮ ম্যাচে ৬ জয় এক হার আর এক ড্র’তে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরুনা।
সারাবাংলা/এসএস