Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে বিশ্বকাপের দলগুলো

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:১০ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ ১৬:২১

বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সেই লক্ষ্যে ইতোমধ্যেই সব দল ঘোষণা করেছে স্কোয়াড। যদিও বিশ্বকাপে অংশগ্রহণ করা ১০ দলের ভেতর ৮ দল আগেই স্কোয়াড ঘোষণা করেছিল বাকি ছিল শ্রীলংকা আর বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীলংকা দল ঘোষণা করে। এরপর রাতে শেষ দল হিসেবে নিজেদের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। আর দল ঘোষণাতেই বাংলাদেশ দিয়েছে বড় এক চমক। দেশসেরা ওপেনার তামিম ইকবালের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমদু, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ।

পড়ুন: তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল, আছেন রিয়াদ

শ্রীলংকা বিশ্বকাপ স্কোয়াড

কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লাগে, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।

পড়ুন: হাসারাঙ্গাকে বাদ দিয়েই শ্রীলংকার বিশ্বকাপ দল

পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

বিজ্ঞাপন

পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নেই নাসিম শাহ

ভারত বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, অক্ষত প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শারদুল ঠাকুর এবং জাসপ্রিত বুমরাহ।

পড়ুন:  বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের

ইংল্যান্ড বিশ্বকাপ দল

জস বাটলার (অধিনায়ক), মইন আলী, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিচ টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

পড়ুন: চমক ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজল হক ফারুকি, আব্দুল রেহমান, নাভিন উল হক।

পড়ুন: চমক দিয়ে আফগানদের বিশ্বকাপ দল

নিউজিল্যান্ড বিশ্বকাপ দল

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম এবং ম্যাট হেনরি।

পড়ুন: কিউই ক্রিকেটারদের দাদি-স্ত্রী-সন্তানরা ঘোষণা করল বিশ্বকাপ দল

নেদারল্যান্ডস বিশ্বকাপ দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’দুদ, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রলফ ভ্যান ডার মারউই, লোগান ভ্যান বিক, অর্জুন দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বাএসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, সায়ব্র্যান্ড এনগ্লেবারখট।

পড়ুন: নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে অভিজ্ঞদের প্রাধান্য

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

পড়ুন: আক্ষেপ ঘুচিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে অ্যাবট

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিকস, মারকো জ্যানসেন, হেইনরিখ ক্লাসান, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারকরাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্টিয়ে, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি এবং রসি ভ্যান ডার ডুসেন।

পড়ুন: ‘বেবি এবি’কে হতাশ করে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দল ঘোষণা ভারত বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর