বাংলাদেশকে সহজেই হারিয়ে সিরিজ জিতল কিউইরা
২৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৬
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতেও সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর তাতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভার ব্যাট করে ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৯১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সফরকারী দলটি।
অধিনায়কত্বের প্রথম ম্যাচে ব্যাট হাতে এক প্রান্তে একাই লড়লেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সতীর্থদের কাছ থেকে পেলেন না পর্যাপ্ত কোনো সহায়তা। কোনো ব্যাটারই দিতে পারলেন না সঙ্গ। তাতে সাদামাটা পুঁজি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। সে লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেটে হয়নি কিউইদের। উইল ইয়ংয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
আগে ব্যাটিং করতে নেমে আজও ধুঁকেছে তামিম ইকবালহীন বাংলাদেশের টপ অর্ডার। ৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলা বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় দলীয় ৩৫ রাানের মাথায়। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একপ্রান্তে দারুণ ব্যাটিং করেছে। কিন্তু অন্যপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে দুইশ পর্যন্তও যেতে পারেনি বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ১৭১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ দেশের মাটিতে সিরিজ হার এড়াতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। কিন্তু জয়ের জন্য এই সংগ্রহ কমই হয়ে গেল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অভিষিক্ত জাকির হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন আরেক তরুণ তানজিদ হাসান তামিম। দুজনের কেউই কিউই পেসের সামনে দাঁড়াতে পারেননি। অভিষিক্ত জাকির ৫ বল খেলে ১ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়েছেন। পরের ওভারে ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসান তামিম।
এরপর চারে নেমে বেশ ভালোই খেলছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ১৭ রান করে মিলনের বলে ফিরেছেন হৃদয়। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম টানছিলেন দলকে। লোকি ফার্গুসনের বলে দুর্ভাগ্যজনক ভাবে ফিরেছেন ২৫ বলে ১৮ রান করা মুশফিক।
ফার্গুসনের বল রক্ষণাত্মকভাবে খেলছিলেন মুশফিক। বল এক ড্রপ দিয়ে চলে যায় স্ট্যাম্পে। ফুটবলের মতো করে পা দিয়ে চেষ্টা করেও বল আটকাতে পারেননি মুশফিক। শুরু খেকে ধুঁকতে থাকা বাংলাদেশ ৮৮ রানের মাথায় হারিয়ে ফেলে চতুর্থ উইকেট।
এরপর ছয়ে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদও আজ বেশ দারুণ খেলছিলেন। কিন্তু অ্যাডাম মিলনের দুর্দান্ত এক ডেলিভারিতে মাহমুদউল্লাহর ইনিংসটা বড় হয়নি। ২৭ বলে ২১ রান করে ফিরেছেন রিয়াদ। কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একপ্রান্তে দুর্দান্তই খেলছিলেন।
ব্যক্তিগত ৭৬ রানের মাথায় শান্তর মাথায় কী ভূত চাপল কে জানে! রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শান্ত। ফেরার আগে ৮৪ বল খেলে ১০টি চারের সাহায্যে ৭৬ রান করেন তিনি। শান্ত ফেরার পর নিচের সারির ব্যাটাররা দাঁড়াতে পারেনি।
যাতে ৩৪.৩ ওভারে ১৭১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে ৩৪ রানে চার উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
জবাবে ব্যাট করতে নেমে বেগ পেতে হয়নি কিউইদের। ১৫.১ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতল নিউজিল্যান্ড। সিরিজ জিতল ২-০ ব্যবধানে। ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে এটি তাদের প্রথম সিরিজ জয়।
১৭২ রানের লক্ষ্যে নিউজিল্যান্ডকে ভালো শুরু এনে দেন ফিন অ্যালেন ও উইল ইয়াং। দশম ওভারে পরপর ২ বলে তাদের ফিরিয়ে একটু আশা দিয়েছিলেন শরিফুল। কিন্তু সে পর্যন্তই। নাসুম যখন ইয়াংকে ফিরিয়েছেন, নিউজিল্যান্ডের জয় তখন ছিল সময়ের অপেক্ষা।
ইয়াং ফিরলেও শেষ পর্যন্ত ছিলেন নিকোলস। ফিফটি করতে তাঁর লাগে ৮৬ বল, ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে ধীরগতির ফিফটি এটি তাঁর। কিন্তু ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এটিকেই বলতে হবে দারুণ ইনিংস। তিনি নেমেছিলেন শরীফুলের জোড়া আঘাতের ওই ওভারে। সময় নিয়েছেন, সতর্ক থেকেছেন। মাঠ ছেড়েছেন জয় নিশ্চিত করেই।
দ্বিতীয় ম্যাচের পর এবারও বাংলাদেশের হারের মূল কারণ হিসেবে সামনে আসবে ব্যাটিং ব্যর্থতা। নিউজিল্যান্ড বোলারদের সামনে এক নাজমুল ছাড়া সে অর্থে দাঁড়াতেই পারেননি কেউ।
আর তাতেই ২০২৩ সালে ঘরের মাঠে চারটি দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতেই হারল বাংলাদেশ।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এই সিরিজ।
সারাবাংলা/এসএস
ওয়ানডে সিরিজ টপ নিউজ তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড