অভিষেক হচ্ছে অধিনায়ক শান্তর
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৩
এশিয়া কাপের পর বিশ্রামে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেদশ দলের অধিনায়কত্ব করেন লিটন দাস। তবে ঠাসা সূচির কারণে ক্লান্ত হয়ে পড়েছেন লিটন দাসও। তাই বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষের তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে গেছেন তিনিও। সাকিব এবং লিটনের অনুপস্থিতিতে তৃতীয় ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস।
বয়সভিত্তিক পর্যায় থেকেই নাজমুল হোসেন শান্ত ন্বতৃত্ব দিয়ে আসছেন। পরে ঘরোয়া ক্রিকেটেও নিজের নেতৃত্বগুণ দেখিয়েছেন এই ব্যাটার। এবার বাংলাদেশ দলের ব্যাটন তুলে দেওয়া হচ্ছে তার হাতে। সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় এমন দায়িত্ব পেলেও সেটা তার কাছে প্রবল আনন্দের। যাতে মিশে আছে দেশকে নেতৃত্ব দেওয়ার গর্ব।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে চোটের কারণে বিশ্রামে ছিলেন শান্ত। তবে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগে মাঠে নামা বাংলাদেশ দলে ফিরেছেন শান্ত। আর ফিরেই দলের অধিনায়কত্বের ভার তার কাঁধে। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মঙ্গলবার টস করতে নামবেন এই ব্যাটার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসে জানালেন এমন দায়িত্বের সামনে রোমাঞ্চে বুঁদ তিনি, ‘আমার মনে হয় যে ক্রিকেট খেলোয়াড় হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার। আমার পরিবারের সদস্যের জন্যও অনেক গর্বের ব্যাপার। কাজেই আলহামদুল্লিলাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগটা তৈরি করে দিয়েছেন খুবই রোমাঞ্চিত এবং উপভোগ করব ইনশাল্লাহ কালকে।’
নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। শেষ ম্যাচ তাই সিরিজ হার এড়ানোর মিশনও। বিশ্বকাপের আগে প্রস্তুতির চিন্তা বেশি থাকলেও সিরিজ বাঁচানোর হিসাবটাও রাখতে হচ্ছে মাথায়। এই পরিস্থিতিতে অবশ্য কোন চ্যালেঞ্জ দেখছেন না শান্ত, ‘চ্যালেঞ্জ না আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ এবং এমন অবস্থায় আমাদের দল আছে, সামনে বিশ্বকাপ। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যদি আমরা এই জায়গায় ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে।’
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এই সিরিজ।
সারাবাংলা/এসএস
টপ নিউজ তৃতীয় ওয়ানডে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড