এশিয়া কাপ নিয়ে সারাবাংলার কুইজ, থাকছে পুরস্কার
১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৬
পাকিস্তানের আয়োজনে হাইব্রিড পদ্ধতিতে শ্রীলংকায় চলছে এবারের এশিয়া কাপ। ইতোমধ্যেই ফাইনালের দুই দল নির্ধারণ হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ভারত ও শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের ফাইনাল। আর এই ফাইনালকে ঘিরেই সারাবাংলা ডটনেট আয়োজন করছে কুইজ প্রতিযোগিতা।
এশিয়া কাপ ২০২৩ কুইজ’র প্রশ্ন থাকছে, ১) চ্যাম্পিয়ন হবে কোন দল? ২) ম্যান অব দ্য ফাইনাল কে হবেন? ৩) ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হবেন?
উত্তর দেওয়া যাবে ফাইনাল ম্যাচের টসের আগ পর্যন্ত।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সারাবাংলা ডটনেট-এর সঙ্গে সরাসরি যুক্ত কেউই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
কুইজে অংশ নেওয়া যাবে সারাবাংলা ডটনেটের ওয়েবসাইটের মাধ্যমে।
কুইজে অংশ নিতে এই লিংকে ক্লিক করুন- সারাবাংলা কুইজ
এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।
সারাবাংলা/এসএস