Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরখাস্ত হয়ে ‘রেকর্ড গড়লেন’ জার্মানির কোচ হান্সি ফ্লিক

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:১২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৩

১৯২৬ সালে প্রথমবারের মতো কোচের দায়িত্বের জন্য পদ তৈরি করা হয়। এরপর থেকে প্রায় ১০০ বছর ১৩ জন কোচ নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। আর এবারই প্রথমবারের মতো জাতীয় দলের কোচকে বরখাস্ত করে রেকর্ড গড়ল ডিএফবি। ২০২১ সালে জোয়াখিম লো’র কাছ থেকে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া হান্সি ফ্লিককে বরখাস্ত করেছে জার্মানি।

২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপজয়ী কোচ জোয়াখিম লো’ জার্মান দলের দায়িত্ব ছাড়েন। এরপরেই ফ্লিকের হাতে তুলে দেওয়া হয় জার্মান জাতীয় দলের দায়িত্ব। তবে তার অধীনে জার্মান দল আর আগের অবস্থানে ফিরতে পারেননি। নিজেদের শেষ পাঁচ ম্যাচের ৪টিতেই হেরেছে জার্মানরা। যার শেষটি শনিবার রাতে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া। এরপরেই ডিএফবি ফ্লিককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

ফ্লিকের অধীনে জার্মানি এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছে যার মধ্যে জয় এসেছে মাত্র ১২টিতে। ২০০০ সাল থেকে ২০০৪ পর্যন্ত জার্মানির কোচের দায়িত্ব পালন করা রুডি ভোলার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনিই জার্মানির কোচের দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি। তবে ঘরের মাঠে ইউরো আয়োজন করতে যাওয়ার আগ মুহূর্তে দলের এমন পারফরম্যান্সে নড়েচড়ে বসেছে জার্মান এফএ।

জার্মান এফএ’র প্রেসিডেন্ড বার্নাড নেউনডর্ফ বলেন, ‘জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স দেখে আমাদের কমিটি মনে করছে জার্মান জাতীয় দলে নতুনত্বের প্রয়োজন। সামনের বছরেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছি আমরা। আর আমরা আমাদের দল নিয়ে বেশ আশাবাদী। তবে এই মুহূর্তে আমাদের পরিবর্তন প্রয়োজন।’

বিজ্ঞাপন

৫৮ বছর বয়সী ফ্লিক ২০০৬ সাল থেকে ২০১৪ পর্যন্ত জার্মান জাতীয় দলের কোচ জোয়াখিম লো’র সহকরি হিসেবে কাজ করেছেন। এরপর বায়ার্ন মিউনিখের হয়ে ঐতিহাসিক ট্রেবলও জিতেছেন এই কোচ। এরপর দায়িত্ব গ্রহণ করেন জার্মান জাতীয় দলের। তবে জার্মান জাতীয় দলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। বিশ্বকাপের ভরাডুবির পরও ঘুরে দাঁড়াতে পারেনি জার্মান ফুটবল।

আর এসবের পরেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কোচকে বরখাস্ত করে ইতিহাস গড়ল জার্মান ফুটবল অ্যাসোশিয়েশন।

এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।

সারাবাংলা/এসএস

জার্মান কোচ জার্মানি টপ নিউজ বরখাস্ত হান্সি ফ্লিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর