Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক দশক পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৩ ১৫:১০

শেষবার ২০১৩ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। এরপর মাঝখানে ১০ বছর পেরিয়েছে তবে কিউইরা বাংলাদেশের মাটিতে আর ওয়ানডে খেলতে আসেনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতিই এই সিরিজ। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর হোম অব ক্রিকেটে।

বিজ্ঞাপন

অবশ্য কেবল ওয়ানডে সিরিজই নয়, এই সফরে থাকছে দুটি টেস্টও। এই দুই সিরিজের সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পৌছাবে নিউজিল্যান্ড দল। আর সেদিনই এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফাইনালে উঠলে স্বাগতিকদে আগেই ভেন্যুতে পৌঁছাবে কিউইরা।

১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর পর নিজেদের ঝালিয়ে নিয়ে ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবকটি ম্যাচই দিবারাত্রির, শুরু হবে দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজ শেষে দুই দলই ভারতে ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে উড়াল দেবে। ১৯ নভেম্বর বিশ্বকাপ শেষ হবে। এর একদিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা। এরপর ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হলেও টেস্ট সিরিজের ভেন্যু এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ টপ নিউজ টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বাংলাদেশ সফর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর