Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোর্তোয়ার বদলি হিসেবে কেপাকে দলে ভেড়াল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৩ ১৬:৩৬

২০২৩/২৪ মৌসুম শুরুর মাত্র দুইদিন আগে লিগামেন্টের ইনজুরিতে পড়ে দীর্ঘ মেয়াদে মাঠের বাইরে থিবো কোর্তোয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে গোটা মৌসুমই মাঠের বাইরে থাকতে হবে এই বেলজিয়ান গোলরক্ষককে। আর তাই তো কোর্তোয়ার রেখে যাওয়া শূন্যস্থান পূরণের জন্য চেলসি থেকে এক মৌসুমের জন্য স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে ধারে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।

এক বিবৃতিতে সোমবার এই স্প্যানিয়ার্ডের ক্লাবে নাম লেখানোর খবর জানায় রিয়াল। গত বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পান কোর্তোয়া। এরপর রিয়াল জানায়, বাম হাঁটুতে এই বেলজিয়ানের অস্ত্রপচার করানো হবে।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে আন্দ্রে লুনিন থাকলেও আরেক গোলরক্ষককে দলে টানতে উন্মুখ ছিল রিয়াল। কেপার আগে আলোচনায় এসেছিল ‘ফ্রি এজেন্ট’ ডেভিড ডি গিয়া ও সেভিয়ার ইয়াসিন বোনোর নামও। তবে শেষ পর্যন্ত ২৮ বছর বয়সী কেপাকেই বেছে নিয়েছে রিয়াল।

এর আগে ২০১৮ সালে অবশ্য কেপাকে দলে ভেড়ানোর খুব কাছেই ছিল রিয়াল। তবে সে সময়কার রিয়াল কোচ জিনেদিন জিদান অমত করায় আর কেপাকে দলে টানেনি রিয়াল। এরপর ৭১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাথলেটিক ক্লাব বিলবাও থেকে চেলসিতে নাম লেখান তিনি। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক তিনিই। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৬৩টি।

চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন কেপা।

সারাবাংলা/এসএস

কেপা আরিজাবালাগা চেলসি থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদ স্প্যানিশ গোলরক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর