Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রশিদ-নবীদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল আফগানদের

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৩ ১৪:৪০

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দলের অন্যতম সেরা সদস্যকে না রেখেই খেলতে আসে আফগানিস্তান। আর সেই টেস্টেই রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এবার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানরা। সেই দলে ফিরেছেন তারকা খেলোয়াড় রশিদ খান। তার সঙ্গে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং মুজিব উর রহমানও।

রোববার (১৮ জুন) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই। এর আগে শনিবার (১৭ জুন) ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলে ফিরেছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

আফিফকে নিয়ে আফগান সিরিজের ওয়ানডে দল ঘোষণা

আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ দল ঘোষণা বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর