বর্ণবাদবিরোধী ম্যাচে ভিনির গোল, ব্রাজিলের বড় জয়
১৮ জুন ২০২৩ ০৯:৪০ | আপডেট: ১৮ জুন ২০২৩ ১১:৪৫
কাতার বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে জয় পেল ব্রাজিল। আর মাঠে নেমেই গিনিকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে এদিন গোল করেছেন জোয়েলিনতন, রদ্রিগো, এডার মিলিতাও এবং ভিনিসিয়াস জুনিয়র। বর্ণবাদবিরোধী অভিযানের অংশ হওয়ায় ম্যাচের শুরুতে সেলেসাওরা কালো জার্সি পরে মাঠে নামেন।
বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। টানা দুই হারের পর জয় পেল ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা।
বর্ণবাদবিরোধী অভিযানে ভিনিসিয়াসের সমর্থনে এই ম্যাচগুলো খেলছে ব্রাজিল। আগামী মঙ্গলবার সেনেগালের মুখোমুখি হবে তারা।
ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই দারুণ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে গিনি। শুরুতেই ব্রাজিল দুই গোলে এগিয়ে গেলেও গিনি হাল ছাড়েনি। প্রথমার্ধেই এক গোল পরিশোধ করে ম্যাচ ফেরার সুযোগ তৈরি করে। রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়রদের রীতিমতো বেশ কিছুটা সময় বোতলবন্দী করে রাখে দলটির ডিফেন্ডাররা। তাতে জোয়েলিতনের গোলের আগ পর্যন্ত বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
ম্যাচের ২৭তম মিনিটে সতীর্থের ফ্রি কিক ক্যাসেমিরোর বাহুতে লেগে ছুটছিল জালের দিকে। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা জোয়েলিনতন নিখুঁত ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। রেফারি ভিএআরে ক্যাসেমিরোর সম্ভাব্য হ্যান্ডবল চেক করলেও টিকে যায় গোল। এরপর রক্ষণের ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন রদ্রিগো।
পাল্টা জবাব দিতে গিনি দেরি করেনি খুব একটা। ৩৬তম মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় তারা। বাইলাইনের একটু উপর থেকে ইসিয়াগার কাট ব্যাকে মার্কুইনোস ও এইরতনের মাঝে থাকা ফরোয়ার্ড গিরাসি অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে কালো জার্সি তুলে রেখে দ্বিতীয়ার্ধে চেনা হলুদ জার্সিতে শুরু করে ব্রাজিল। ব্যবধান বাড়ানো গোলের দেখা তারা পেয়ে যায় ৪৭তম মিনিটেই। পাকুয়েতার ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন মিলিতাও। ৫৮তম মিনিটে রিচার্লিসনের জোরাল শট কোনোমতে ফেরান গিনি গোলরক্ষক কোনে। ৭৬তম মিনিটে ‘ডাবল’ সেভ করেন এদেরসন। বক্সের বাইরে থেকে উড়ে আসা শট ফেরানোর পর ইসিয়াগার ফিরতি শট পা দিয়ে আটকান তিনি।
গোটা ম্যাচে দুর্দান্ত খেলা ভিনিসিয়াস জুনিয়রের বাকি ছিল একটি গোল পাওয়ার। ৮৮তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে সেটিও পূরণ করেন ভিনিসিয়াস। বক্সে মালকম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি গিনি গোলরক্ষক। এতেই শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
সারাবাংলা/এসএস
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ব্রাজিল বনাম গিনি ভিনিসিয়াস রদ্রিগো