Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির দ্রুততম গোলে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৩ ২১:০৪

দীর্ঘ ক্যারিয়ারে কতশত গোল করেছেন লিওনেল মেসি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলটি একটু বিশেষই লিওনেল মেসির জন্য। দীর্ঘ ক্যারিয়ারে এর চেয়ে দ্রুততম গোল যে মেসির নামের পাশে আর নেই। ৮০ সেকেন্ডেই অস্ট্রেলিয়ান রক্ষণকে বিবশ বানিয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার সঙ্গে জার্মান পাৎসেয়ার গোলে আর্জেন্টিনা এদিন অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

ম্যাচের খেলা তখন চলছিল মাত্র দ্বিতীয় মিনিটের। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ম্যাথিউ লেকির ভুলে বল পান এনজো ফার্নান্দেজ। চেলসি তারকা বল বাড়ান মেসিকে উদ্দেশ্য করে। ডি-বক্সের একটু বাইরে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এই গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে। শুরুতে এগিয়ে গিয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠে আর্জেন্টিনা। পরের কিছু সময় অস্ট্রেলিয়াকে কোনো সুযোগ না দিয়ে একের পর এক আক্রমণ চালিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

এরপর একের পর এক আক্রমণে অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত করে তোলেন লিওনেল মেসিরা। ৫ মিনিটের মাথায় আর্জেন্টিনার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৯ মিনিটে মেসির শট সাইড নেটে লাগে। অস্ট্রেলিয়া দুই একবার আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও আর্জেন্টিনার ডিফেন্ডারদের চাপে সুবিধা করে উঠতে পারছিল না। অন্য দিকে দ্বিতীয় গোল না পেলেও মাঝ মাঠের দখল নিয়ে দারুণ পাসিংয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণ রাখে আর্জেন্টিনা। একের পর এক চেষ্টা চালিয়ে একাধিকবার কাছাকাছি গিয়েও নিরাশ হয় তারা। ম্যাচের প্রথম ২৫ মিনিটে আর্জেন্টিনার দখলে বল ছিল ৭৮ শতাংশ, বিপরীতে অস্ট্রেলিয়ার দখলে ছিল ২১ শতাংশ।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে আর্জন্টিনা। তবে শেষটা টানতে পারেনি। এতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিরতির পর দ্বিতীয়ার্ধে ফিরেই এগিয়ে যেতে পারত মেসিরা। তবে অস্ট্রেলিয়ার গোলরক্ষককের দুর্দান্ত সেভে বেঁচে যায় সে যাত্রায়। ৫৩ মিনিটে ফের কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা। এরপর ম্যাচের ৬৮তম মিনিটে এসে আর ভুল হয়নি। গেরমান পাৎসেয়া বল পান রদ্রিগো ডি পলের ক্রস থেকে। আর বল পেয়ে দারুণ এক হেডারে বল পাঠান জালে। আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। এরপর ৭১ মিনিটে হুলিয়ান আলভারেজের শট অস্ট্রেলিয়ান গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে দেওয়ায় তৃতীয় গোলটি পাওয়া হয়নি আর্জেন্টিনার।

আলোচনায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোর এদিন আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ১৯ জুন।

সারাবাংলা/এসএস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর