Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজই খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৩ ১৩:১২ | আপডেট: ১৩ মে ২০২৩ ১৫:৪০

দলের নিয়ম অগ্রাহ্য করে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। এরপরেই শৃঙ্খলাজনিত কারণে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে প্যারিস সেইন্ট জার্মেই। তবে নিষেধাজ্ঞার পরের দিনই ক্ষমা প্রার্থনা করে ভিডিও বার্তা দেন মেসি। আর এতেই তার নিষেধাজ্ঞা তুলে নেয় ক্লাবটি, ফেরেন অনুশীলনেও। এবার লিগ ওয়ানের ম্যাচেও মাঠে নামতে যাচ্ছেন তিনি।

গত ৩ মে মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তার ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরপরই সেই নিষেধাজ্ঞা শিথিল করে পিএসজি। পাঁচদিনের মাথায় মেসি ফেরেন অনুশীলনে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ মে) আনুষ্ঠানিকভাবেই মেসির নিষেধাজ্ঞা তুলে নেয় পিএসজি। এরপর পিএসজি কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের জানান লিগ ওয়ানের ম্যাচে আজই মাঠে নামতে যাচ্ছেন মেসি।

সব ঠিকঠাক থাকলে ঘরের মাঠে আজ পিএসজি একাদশে দেখা যাবে মেসিকে। সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা গত সপ্তাহে ট্রয়েসের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। নিষেধাজ্ঞার কারণে একটি অনুশীলন সেশনও মিস করেন।

সারাবাংলা/এসএস

ক্রিস্তফ গ্যালতিয়ের নিষেধাজ্ঞা পিএসজি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর