Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন ফুটবলার এমেকা


৭ মে ২০১৮ ১৯:৩৯ | আপডেট: ৭ মে ২০১৮ ১৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট ।।

কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে গিয়েছেন বিশ্বকাপ ফুটবলে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করা এমেকা ইউজিগো। সোমবার (৭ মে) সকালে ঢাকার হাতিরপুলে পিকামলি সেন্টার থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে রওয়ানা দেন তিনি।

ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরামের আহ্বায়ক ড. আব্দুল ওয়াদুদের আমন্ত্রণে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এমেকা ইউজিগো।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অর্থ সহায়তার জন্য তহবিল সংগ্রহে তিনি মাঠে নেমেছেন । তার এই উদ্যোগের সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরাম। বিপন্ন ও মানবতার পাশে দাঁড়াতে সবার সহমর্মিতা নিতে কলকাতা হয়ে সড়ক পথে দৌড়ে ঢাকায় আসেন এমেকা। ঢাকা থেকে দৌড়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে যাবেন তিনি।

বিজ্ঞাপন

দু’টি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনের কথাও জানান এমেকা। রোহিঙ্গাদের সাহায্য করতে ইতালির সাবেক ফুটবলার এবং নাইজেরিয়ার সাবেক ফুটবলারদের নিয়ে প্রতি ফুটবল ম্যাচ আয়োজনের কথাও জানান এই নাইজেরিয়ান। এছাড়াও ভারতের মাটিতে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে রোহিঙ্গাদের জন্য ফান্ড আয়োজনের কথা জানান এমেকা।

এমেকা ক্যারিয়ারের শুরুতে প্রিয় ক্লাব মোহামেডানে খেলেছেন। এখানে খেলেই ১৯৯৪ সালে নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তিনি।

ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরামের আহ্বায়ক ড. আব্দুল ওয়াদুদ জানান, আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সব ভেন্যুতে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে প্লাকার্ড প্রদর্শন করা হবে। তাতে নেতৃত্ব দেবেন এমেকা।

সংবাদ সম্মেলনে এমেকা তার সফরের বিস্তারিত সাংবাদিকদের জানান। সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম বাবুল, শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, ফুটবলার আসলাম, হাসান, মন্টু, আলমগীর সহ অনেকে।

সারাবাংলা/এমআরপি