সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে মরিয়া পেপ
১১ এপ্রিল ২০২৩ ১৩:৫৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৩:৫৫
ম্যানচেস্টার সিটিকে একের পর এক ঘরোয়া শিরোপা জিতিয়েই চলেছেন পেপ গার্দিওলা। তবে ইউরোপিয়ান শিরোপা জয়ের খুব কাছে গিয়েও পেরে উঠছেন না গার্দিওলার দল। সিটিকে এক ফাইনালে তুললেও সেখানে হেরেছিলেন প্রিমিয়ার লিগের আরেক দল চেলসির কাছে। সেবার চেলসির ডাগ আউটে ছিলেন থমাস তুখেল। সময় পাল্টে তুখেল এখন বায়ার্নের ডাগ আউটে। আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটির। বায়ার্ন বাধা টপকে এবার সেমিফাইনালে জায়গা করে নিতে মরিয়া পেপ গার্দিওলার দল। সেই সঙ্গে পেপও মরিয়া চ্যাম্পিয়ন্স লিগ জিততে। মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ।
ইতিহাদ স্টেডিয়ামে আজ সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। বার্সেলোনা ছাড়ার পর ২০১৩ থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত বায়ার্নের কোচ ছিলেন তিনি। সেখান থেকে যোগ দিয়েছেন ম্যানসিটিতে। তবে দুই ক্লাবই তাকে দলে টেনেছিল মূলত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায়। কিন্তু বায়ার্নকে হ্যাটট্রিক লিগ শিরোপা জেতালেও ইউরোপসেরা বানাতে পারেননি।
সিটিতেও একই অবস্থা। তিনি কেবল বার্সার হয়ে ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তবে এবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন বাধা পার হতে পারলে সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা প্রবল। আজ ঘরের মাঠে প্রথম লেগে এগিয়ে যেতে পারলে কাজটা সহজ হয়ে যাবে সিটির।
কোয়ার্টারে সিটির সামনে চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় সর্বোচ্চ শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। গত মাসে হুলিয়ান নাগেলসম্যান বরখাস্ত হওয়ার পর মাত্র বায়ার্নে যোগ দিয়েছেন থমাস তুখেল। দলকে সামলে নেওয়ার জন্য নতুন কোচের সামান্য সময় তো লাগারই কথা। বায়ার্নের এই অগোছাল অবস্থাটা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে সিটি। তবে তুখেল সদ্য বায়ার্নের দায়িত্ব নিলেও সিটি কিন্তু তার পরিচিত প্রতিপক্ষ।
কোচ হিসেবে এখন পর্যন্ত ১১ বার গার্দিওলার মুখোমুখি হয়েছেন তুখেল। এর মধ্যে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার অধীনে চেলসি ১-০ গোলে হারিয়েছিল সিটিকে। এর মাসখানেক আগে এফএ কাপের সেমিতে ১-০ গোলে সিটিকে নকআউট করে দিয়েছিল তুখেলের চেলসি। যদিও এর পর ২০২১-২২ মৌসুমে লিগে চেলসিকে দু’বার ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছিলেন গার্দিওলা। তাই আজ বেশ জমজমাট লড়াই হবে।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ থমাস তুখেল পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি বনাম বার্নলি