বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত, শীর্ষ পাঁচজনই দেশি
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১২
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো নবম বিপিএল। প্রায় দেড় মাস জুড়ে চলা এবারের টুর্নামেন্টটা একটু আলাদা। আগের বিপিএলগুলোতে রান সংগ্রাহক ও উইকেট শিকারীদের তালিকায় বিদেশি ক্রিকেটারদের দাপট দেখা যেত। কিন্তু এবার তার উল্টোটা। বিপিএল শেষে পরিসংখ্যান বলছে রান সংগ্রাহকদের তালিকায় সেরা সাত জনই দেশি ক্রিকেটার। সবার উপরে আছেন নাজমুল হোসেন শান্ত।
আগের তুলনায় এবারের বিপিএলে বিদেশি তারকার আনাগোনা কম। একই সময়ে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ লিগ দুটি শুরু হওয়ার কারণে লিগ পর্বে প্রত্যাশামতো বিদেশি পায়নি বিপিএলের দলগুলো। বিদেশিদের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদেরই বেশি দেখা গেছে। এতে অনেক দেশি ক্রিকেটাররাই টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। সুযোগটা অনেকে কাজেও লাগিয়েছেন দুর্দান্তভাবে।
তৌহিদ হৃদয়, রনি তালুকদাররা নিয়মিত সুযোগ পেয়েছেন নিয়মিত, রানও করেছেন। রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরাও।
রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে আছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্স ফাইনালে হারলেও শান্ত পুরো টুর্নামেন্টে ব্যাটিং করেছেন অসাধারণ। ১৫ ম্যাচে ১৫ ইনিংস ব্যাটিং করে ৫১৬ রান করেছেন। ১১৬,৭৪ স্ট্রাইক রেটে ও ৩৯.৬৯ গড়ে চারটি ফিফটিতে এই রান করেছেন। যাতে একটা রেকর্ডও হয়েছে। বিপিএলে অতীতে কোনো বাংলাদেশি ব্যাটার এক আসরে পাঁচশর বেশি রান করতে পারেননি। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছেন শান্ত।
দুই নম্বর আছেন রংপুর রাইডার্সের অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। রনি যেন বিপিএলেরই ক্রিকেটার! সারা বছর তাকে নিয়ে খুব বেশি আলোচনা নেই কিন্তু বিপিএল এলেই জ্বলে উঠেন! রংপুরের হয়ে নিয়মিত রান পেয়েছেন অভিজ্ঞ ওপেনার। কোয়ালিফায়ারে ছিটকে পরা রংপুরের এই ব্যাটার ১৩ ম্যাচে ৩৫.৪১ গড়ে ৪২৫ রান করেছেন। স্ট্রাইকরেট ১২৯.১৭। ফিফটি করেছেন ৩টি।
তিন নম্বরে সিলেটের আরেক তরুণ তৌহিদ হৃদয়। বিপিএলের পারফরম্যান্সের ভিত্তিতেই প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া হৃদয় ইনজুরির কারণে দুই ম্যাচ খেলতে পারেননি। ১৩ ম্যাচে ১২ ইনিংস ব্যাটিং করে ৪০৩ রান করেছেন ১৪০.৪১ স্ট্রাইকরেটে। পাঁচটি ফিফটি করেছেন তরুণ ব্যাটার।
জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস আছেন তালিকার চার নম্বরে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়াতে লিটনের বড় অবদান। ইনিংসের শুরুতে নিয়মিত রান পেয়েছেন তিনি। ১৩ ম্যাচে ১২৯.৩৫ স্ট্রাইকরেট ও ৩১.৫৮ গড়ে ৩৭৯ রান করেছেন লিটন। ফিফটি করেছেন তিনটি।
আক্রাসী ব্যাটিংয়ে পুরো বিপিএল জুড়েই আলো ছড়িয়ে পাঁচ নম্বরে আছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ১৩ ম্যাচে ১১ ইনিংস ব্যাটিং করে ৩৭৫ রান করেছেন। গড় ৪১.৬৬, স্ট্রাইকরেট ১৭৪.৪১। টুর্নামেন্টে তিনটি ফিফটি করেছেন সাকিব।
রান সংগ্রাহকদের তালিকা ছয় নম্বরে আছেন নাসির হোসেন (১২ ম্যাচে ৩৬৬ রান), সাত নম্বরে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম (১৫ ম্যাচে ৩৫৭ রান)।
সারাবাংলা/এসএইচএস