বিপিএল: লিগ পর্ব শেষে বোলিংয়ের সেরা নাসির হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩২
নানান বিতর্কে ক্রিকেটে অনিয়মিত হয়ে পরেছিলেন জাতীয় দলে এক সময়কার নিয়মিত সদস্য নাসির হোসেন। তবে এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনালেন নাসির। তার দল ঢাকা ডমিনেটরস খুব একটা সুবিধা করতে পারেননি। বাদ পরেছে লিগ পর্ব থেকেই। তবে দলটির নেতৃত্বে থাকা নাসির লিগ পর্বে খেলেছেন দুর্দান্ত। লিগ পর্ব শেষে সর্বোচ্চ উইকেটশিকারী নাসির। রান সংগ্রাহকদের তালিকায়ও চার নম্বরে আছেন তিনি।
এবারের বিপিএলের উইকেট তুলনামূলক বেশি ব্যাটিং সহায়ক। বিশেষ করে আগের বিপিএলগুলোর মতো এবার স্পিনারদের জন্য বেশি সুবিধা ছিল না। স্পোর্টিং উইকেটে স্পিনারদের তুলনায় পেসাররাই ঝলক দেখিয়েছেন বেশি। তবে এর মধ্যেও ঘুর্ণি জাদু দেখিয়েছেন কয়েজন। তাদের মধ্যে নাসির এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভির ইসলাম অন্যতম।
উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে থাকা নাসির হোসেন ঢাকার হয়ে ১১ ইনিংস বোলিং করে ১৬ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮১, গড় ১৪.০৬।
দুই নম্বরে আছেন রংপুর রাইডার্সের আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই। ১১ ইনিংস বোলিং করে ১৫ উইকেট নিয়েছেন। গড় ১৮.৩৩, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.১৭ করে। তিন নম্বরে আছেন রংপুরের অপর পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই পেসার ১২ ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন। ৭.৬৭ করে রান খরচ করেছেন ওভারপ্রতি, গড় ২২.৯৩।
চার নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ স্পিনার তানভির ইসলাম ১০ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন। ১৭.৭১ গড়ে ওভারপ্রতি মাত্র ৬.২০ রান খরচ করেছেন তানভির। পাঁচে আছেন সিলেট স্ট্রাইকার্সের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ১১ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৬.১৩, গড় ২৯.২৮।
এছাড়া উইকেটশিকারীদের তালিকায় সেরা দশে থাকা অপর পাঁচজন হলেন যথাক্রমে- ষষ্ঠ খুলনা টাইগার্সের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ (৭ ম্যাচে ১৩ উইকেট), সপ্তম সিলেট স্ট্রাইকার্সের তরুণ পেসার রেজাউর রহমান রাজা (৮ ম্যাচে ১৩ উইকেট), অষ্টম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্পিনার নাহিদুজ্জামান (৯ ম্যাচে ১২ উইকেট), নবম সিলেটের পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম (১১ ম্যাচে ১২ উইকেট) ও দশম ঢাকা ডমিনেটরসের পেসার আল-আমিন হোসেন (৮ ম্যাচে ১২ উইকেট)।
সারাবাংলা/এসএইচএস