Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ জিতে রিয়ালের শিরোপার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:১০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৪

সংখ্যাটা ৯৯-এ ঝুলে ছিল বেশ কিছুদিন ধরে। গেল মাসে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে হারাতে পারলে শিরোপা জয়ের সেঞ্চুরি পূরণ করতে পারতো রিয়াল মাদ্রিদ। তবে সেবার হাতছাড়া হয়েছিল শিরোপার সেঞ্চুরি। তবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে আর পথ হড়কায়নি অল হোয়াইটসরা। ভিনিসিয়াস জুনিয়র আর ফেদে ভালভার্দের জোড়া গোলের সঙ্গে করিম বেনজেমার এক গোলে আল হিলালের বিপক্ষে ৫-৩ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। আর তাতেই ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলেছে তারা।

বিজ্ঞাপন

গেল বছরের আগস্টে এঞ্চ্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয় করে রিয়াল। আর এটিই ছিল স্প্যানিশ জায়ান্টদের সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯৯তম শিরোপা। যার মধ্যে ৩৫টি লা লিগা, ১৯টি স্প্যানিশ কোপা দেল রে, একটি কোপা দে লা লিগা, ১২টি স্প্যানিশ সুপার কাপ, একটি কোপা এভা দুয়ার্তে, ১৪টি চ্যাম্পিয়নস লিগ, দুটি উয়েফা কাপ, পাঁচটি উয়েফা সুপার কাপ, দুটি লাতিন কাপ, তিনটি ইন্টারকন্টিনেন্টাল কাপ, একটি ইবেইরো-আমেরিকান কাপ এবং ৪টি ফিফা ক্লাব বিশ্বকাপ।

বিজ্ঞাপন

মরক্কোর প্রিন্স মাউলায়ে আব্দাল্লাহ স্টেডিয়ামে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে নিজেদের পঞ্চম ক্লাব বিশ্বকাপ ঘরে তুললো রিয়াল। আর এতেই পূর্ণ হলো শিরোপার সেঞ্চুরি।

স্প্যানিশ লা লিগায় সময়টা মোটেও ভালো কাটছে না বর্তমান চ্যাম্পিয়নদের। শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে হার আর ড্র করেছে একটিতে। আর তাতেই শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৮-এ। এমন অবস্থায় ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসে রিয়াল। তার ওপর আবার দলে একের পর এক চোটের ধাক্কা।

তবে ক্লাব বিশ্বকাপে এসে বদলে গেছে রিয়াল। সেমিফাইনালে আল আহলিকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে ফাইনালে ওঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তারপর ফাইনালে আল হিলালকে ৫-৩ গোলে উড়িয়ে শিরোপা উৎসব।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাজাতে থাকা রিয়াল মাদ্রিদকে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১৩তম মিনিটে ডি বক্সের ভেতর করিম বেনজেমার বাড়ানো বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলে। এর মিনিট পাঁচেক পর লুকা মদ্রিচের মাটি কামড়ানো ক্রস ছয় গজের ভেতর থেকে পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি আল হিলাল। ডি বক্সের ভেতর বল পেয়ে জোরালো শট নেন ভালভার্দে আর ডিফেন্ডার এবং আল হিলাল গোলরক্ষকের হাতের নিচ দিয়ে বল জড়ায় জালে। রিয়াল এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে।

রিয়ালের আক্রমণের জবাব পাল্টা আক্রমণেই দিচ্ছিল আল হিলাল। ২৬তম মিনিটে এসে দারুণ প্রতি আক্রমণে এক গোল শোধ করে আল হিলাল। মোহাম্মদ কানুর বাড়ানো বল ধরে দুর্দান্ত গতিতে বল নিয়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়ে আন্দ্রে লুনিনকে পরাস্ত করেন মুসা মারেগা। এরপর প্রথমার্ধের শেষ দিকে এসে ভালভার্দের দূরপাল্লার শট সামান্যের জন্য গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ফিরেই ব্যবধান বাড়ায় রিয়াল। ৫৪তম মিনিটে ডি বক্সের বাঁ দিক থেকে আক্রমণে ওঠে রিয়াল, ডি বক্সে ঢুকে বুটের বাইরের অংশ দিয়ে শট করে গোলমুখে বল বাড়ান ভিনিসিয়াস। আর ডিফেন্ডারদের সামনে দিয়ে ঢুকে পড়ে হালকা টোকায় বল জালে জড়ান করিম বেনজেমা। রিয়াল এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে।

এর মিনিট চারেক পর ব্যবধান আরও বাড়ায় রিয়াল। এবার ডান দিক থেকে দানি কার্ভাহাল আক্রমণে উঠে কাছের পোস্টে ক্রস করেন। সেখানে বল পেয়ে বুলেট শটে লক্ষ্যভেদ করেন ভালভার্দে। রিয়ালের লিড বেড়ে হয় ৪-১। তবে কম যাচ্ছিল না আল হিলালও। বড় ব্যবধানে পিছিয়ে পড়েও আক্রমণের দিকেই নজর ছিল বেশি তাদের। রিয়ালের হাই-লাইন ডিফেন্সের সুযোগ নিয়ে ৬৩তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোল তুলে নেয় আল হিলাল। এবার সাউদ আব্দুলহামিদের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন লুসিয়ানা ভিয়েত্তো।

তবে আল হিলালকে বেশি সময় খুশি থাকতে দেননি ভিনিসিয়াস। দুর্দান্ত ফর্মে থাকা ভিনি ফাইনালে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ৬৯তম মিনিটে বল নিয়ে ডি বক্সের বাঁ দিক থেকে ঢুকে ভেতরের দিকে দানি সেবায়োসকে পাস দেন। এরপর সেবায়োস বল নিয়ে গোলমুখে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁ দিক থেকে দৌড়ে এসে শট নিয়ে গোল করেন ভিনিসিয়াস। রিয়ালের লিড বেড়ে তখন ৫-২। এরপর ৭৯ মিনিটের মাথায় লুসিয়ানা ভিয়েত্তো নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-৩। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আল হিলাল। রিয়াল মাদ্রিদ ৫-৩ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে।

সারাবাংলা/এসএস

ক্লাব বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ বনাম আল হিলাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর