Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল আহলিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২৩

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল আহলিকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়রের করা গোলে লিড নেয় রিয়াল। বিরতি থেকে ফিরে ফেদে ভালভার্দের গোলে ব্যবধান দ্বিগুণ করে অল হোয়াইটসরা। এরপর স্পটকিক থেকে গোল করে আল আহলিকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন আলি মালুল। তবে ম্যাচের শেষ দিকে এসে রদ্রিগো আর সার্জিও আরিবাস গোল করলে রিয়াল মাদ্রিদ ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফ্ল্যামেঙ্গোকে ২-৩ গোলের ব্যবধানে হারিয়ে আগেই ফাইনালের টিকিট কাটে আল হিলাল। আগামি ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১টায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ লড়বে আল হিলালের বিপক্ষে।

মরক্কোর প্রিন্স মৌলায় আব্দাল্লাহ স্টেডিয়ামে ইনজুরি জর্জরিত দল নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। প্রধান একাদশ থেকে চোটের কারণে বাইরে আছেন গোলরক্ষক থিবো কর্তোয়া, লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডি, সেন্টার ব্যাক এডার মিলিতাও, রাইট ব্যাক দানি কার্ভাহাল, স্ট্রাইকার করিম বেনজেমা। এতে ম্যাচে নিজেদের আধিপত্য সেভাবে দেখাতে না পারলেও আল আহলির জালে চার চারবার বল জড়িয়েছেন ভিনিসিয়াস, ভালভার্দে, রদ্রিগো আর আরিবাসরা।

ম্যাচের শুরু থেকে অবশ্য দুই দলই লড়ছিল সমান তালে। রিয়ালের আক্রমণের জবাব পাল্টা আক্রমণেরি দিচ্ছিল মিশরের ক্লাবটি। প্রথমার্ধে রিয়ালের বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ রুখে দিয়েছে আল আহলির রক্ষণভাগ এবং গোলরক্ষক। অন্যদিকে রিয়ালের গোলরক্ষক আন্দ্রে লুনিন এদিন থিবো কোর্তোয়ার জায়গায় খেলতে নেমে দুর্দান্ত সেভ দিয়ে অল হোয়াইটসদের ম্যাচে পিছিয়ে পড়তে দেননি।

৩০ মিনিটের মাথায় রদ্রিগোর দারুণ এক শট গোলপোস্টে লেগে ফিরে আসলে হতাশ হয় রিয়াল। এরপর প্রথমার্ধের শেষ দিকে এসে আল আহলি ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়র। আর ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ফিরে মদ্রিচের পাস থেকে ডি বক্সে বল পেয়ে দারুণ এক শট নেন রদ্রিগো। তবে তার শট রুখে দেন গোলরক্ষক আর ফিরতি বল পেয়ে প্রথমে গোলরক্ষক এবং পরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে রিয়ালের লিড দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। ২-০ গোলে পিছিয়ে পড়েও লড়াই করতে ভুলেনি আল আহলি। দারুণ আক্রমণে ৫৭তম মিনিটে পেনাল্টি জিতে নেয় তারা। স্পটকিক থেকে মালুল আব্দাল্লাহ গোল করে ব্যবধান ২-১ করেন।

বিজ্ঞাপন

এরপর একের পর এক আক্রমণ করে যেতে থাকে আহলির আক্রমণভাগ। কিন্ত রিয়ালের রক্ষণ আর ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন লুকা মদ্রিচ। এরপর ৯০তম মিনিটে দানি সেবায়োসের দারুণ এক পাস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ক্লিপ করে বল জালে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন রদ্রিগো।

যোগ করা অতিরিক্ত সময়ের ৭ম মিনিটে বদলি হিসেবে নামা সার্জি আরিবাস বাঁ দিক থেকে কোনাকুনি নেওয়া শটে লক্ষ্যভেদ করেন। রিয়াল এগিয়ে যায় ৪-১ গোলের ব্যবধানে। আর এতেই জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এসএস

টপ নিউজ ফিফা ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদ বনাম আল আহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর