Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই অস্ট্রেলিয়াতেই ইতিহাস গড়লেন জোকোভিচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৩ ১৯:৩৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৯:৪৩

গত বছর অস্ট্রেলিয়া থেকে ফিরতে হয়েছিল মাথা নিচু করে। করোনা ভাইরাসের ভ্যাকসিন না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ায় গিয়েও অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি নোভাক জোকোভিচ। এক বছর পর ফিরে সেই মঞ্চেই ইতিহাস গড়লেন সার্বিয়ান টেনিস তারকা। সিৎসিপাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন জোকোভিচ।

এই জয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ড ছুলেন ৩৫ বছর বয়সী তারকা। এতোদিন রাফায়েল নাদালের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম ছিল। আজ অস্ট্রেলিয়ান ওপেনে ২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকোভিচ।

বিজ্ঞাপন

রোববার (২৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের কঠিন পরীক্ষাই অবশ্য নিয়েছেন গ্রিক টেনিস তারকা সিৎসিপাসে। প্রথম সেট সহজেই জিতে নেন জোকোভিচ। ৬-৩ ব্যবধানে প্রথম সেট জিতেন সার্বিয়ান তারকা। তবে পরের দুই সেটেই হয়েছে কঠিন লড়াই।

শেষ পর্যন্ত ৬-৩, ৭-৬ (৭/৪) ও ৭-৬ (৭/৫) ব্যবধানের জয়ে শিরোপা নিশ্চিত করেছেন জোকোভিচ। এ নিয়ে দশবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জোকোভিচ। একমাত্র পুরুষ টেনিস তারকা হিসেবে ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি।

তবে কোনো নির্দিষ্ট গ্র্যান্ড স্ল্যাম সর্বোচ্চবার জয়ের রেকর্ড রাফায়েল নাদালের। ১৪বার ফরাসি ওপেন জিতেছেন স্প্যানিশ তারকা।

সারাবাংলা/এসএইচএস

অস্ট্রেলিয়ান ওপেন নোভাক জোকোভিচ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর