Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ে ইতিহাস গড়লেন কামরুন নাহার

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩ ২০:৫৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১০:৫৯

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে শুটিং বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে এর আগে কখনোই কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। পদক জেতা তো পরের ব্যাপার এর আগে কখনোই পদক নির্ধারণী পর্যায়েও খেলতে পারেনি বাংলাদেশের কেউই। তবে এবার নতুন করে ইতিহাস লিখলেন কামরুন নাহার কলি।

চলমান বিশ্বকাপে ইতিহাস গড়ে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে কলি হয়েছেন অষ্টম। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে আজ ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন কামরুন নাহার। পোল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়াসহ বিশ্বের ৫২টি দেশ অংশ নিয়েছে ইভেন্টটিতে।

বিজ্ঞাপন

দেশের হয়ে এমন ইতিহাস গড়া পারফরম্যান্সের পর গর্ববোধ করছেন কলি। তিনি বলেন, ‘আমরা কখনো বিশ্বকাপ শুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখাল। তার পারফরম্যান্সে গর্বিত শুটিং অঙ্গন।’

কলি ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশনে ষষ্ঠ হয়েছিলেন। ৬২৮.৪ স্কোর করেন এই শুটার। পদকের জন্য ৮ জন শুটার ফাইনাল রাউন্ড খেলেন। সেই আটজনের মধ্যে কলি অষ্টম হয়েছেন। পদক থেকে স্কোর এবং পজিশন দূরত্ব থাকলেও ফাইনাল রাউন্ডে খেলা বাংলাদেশের জন্য বেশ গৌরবের।

গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর।

সারাবাংলা/এসএস

ইন্দোনেশিয়া কলি বিশ্বকাপের ফাইনালে কলি শ্যুটিং বিশ্বকাপ