গ্র্যান্ডস্ল্যামকে বিদায় জানালেন অশ্রুসিক্ত সানিয়া
২৭ জানুয়ারি ২০২৩ ১৩:৫৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৪:২৭
২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই গ্র্যান্ডস্ল্যামে অভিষেক ঘটেছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। ২০২৩ সালে ৩৬ বছর বয়সে গ্র্যান্ডস্ল্যামকে বিদায় জানালেন এই তারকা খেলোয়াড়। তবে আরও কিছুদিন টেনিস খেলা চালিয়ে যাবেন তিনি। ক্যারিয়ারের কখনো একক গ্র্যান্ডস্ল্যাম জিততে না পারলেও নামের পাশে আছে ছয়টি দ্বৈত শিরোপা। এবার অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় এই টেনিস তারকা।
শুক্রবার (২৭ জানুয়ারি) মেলবোর্নে ব্রাজিলের লুইসা স্তেফানি-রাফায়েল মাতোস জুটির কাছে সরাসরি সেটে হেরেছে সানিয়া মির্জা-রোহান বেপান্না জুটি। এই ফাইনালের পরই নিজের অবসরের ঘোষণা দেন সানিয়া।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেটে লড়াই করলেও দ্বিতীয় সেটে প্রতিরোধই গড়তে পারেনি সানিয়া-বোপান্না জুটি। ৬-৭ (২-৭) ও ২-৬ গেমের জয়ে শিরোপা জেতে স্টেফানি-মাতোস। ফাইনাল হেরে অশ্রুসিক্ত চোখে ক্যামেরাবন্দি হন সানিয়া মির্জা। ঘোষণা দেন, আর কোনো গ্র্যান্ডস্ল্যামে দেখা যাবে না তাকে। মেজর টুর্নামেন্ট না খেললেও আরও কিছুদিন টেনিস চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী সানিয়া। তিনি বলেন, ‘আমি আরও কিছু টুর্নামেন্ট খেলব।
সানিয়া বলেন, ‘বারবার অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ হয়েছে আমার। কিছু টুর্নামেন্ট জিতেছি এখানে। অসাধারণ কিছু ফাইনালের সাক্ষী আমি। সত্যিকার অর্থে রড লেভার অ্যারেনা আমার জীবনে বিশেষ কিছু। গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ইতি টানার জন্য এর চেয়ে ভালো জায়গা হতে পারে না।’
অস্ট্রেলিয়ান ওপেনকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন সানিয়া মির্জা। বলেন, ‘বারবার এই কোর্টে খেলার সুযোগ পাওয়া, কিছু টুর্নামেন্ট জিততে পারা আমার জন্য সম্মানের। রড লেভার অ্যারেনা আমার জীবনের বিশেষ কিছু। কখনও ভাবিনি সন্তানের সামনে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলব, এরকম বিশেষ জায়গায় দাঁড়িয়ে ক্যারিয়ারকে বিদায় জানাতে পারব। মনে হয়েছে, আমি বাড়িতে আছি। এমন অনুভূতি উপহার দেওয়ায় সবাইকে ধন্যবাদ।’
এদিকে নিজেদের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেলেন ব্রাজিলিয়ান পেয়ার লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোস। ম্যাচের পর স্টেফানি বলেন, ‘একটা স্বপ্ন সত্যি হলো। মাতোসকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া বিশেষ কিছু। কারণ এটা আমাদের প্রথম গ্র্যান্ড স্লাম টাইটেল। ব্রাজিলের হয়ে ইতিহাস গড়েছি আমরা। সত্যিই বিশেষ কিছু।’
সারাবাংলা/এসএস
অশ্রুসিক্ত বিদায় অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় সানিয়া মির্জা