Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে রাশিয়া ও বেলারুশ’

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩ ১৯:১৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৯:২৪

ইউক্রেনে আক্রমণের কারণে আন্তর্জাতিক অলিম্পিক থেকে নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। আর রাশিয়াকে সাহায্য সহযোগিতার কারণে এই নিষেধাজ্ঞায় পড়েছে বেলারুশও। তবে এমন সময়ে এসে এশিয়ান অলিম্পিক কাউন্সিল প্রধান বললেন, এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে রাশিয়া ও বেলারুশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অলিম্পিক কাউন্সি অব এশিয়া (ওসিএ) চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা চাইলেই অংশগ্রহণ করতে পারবে বলে আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৫ জানুয়ার) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) জানায় ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়ান ক্রীড়াবিদরা অংশগ্রহণ করতে পারবে কি না তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

ওসিএ এক বিবৃতিতে জানায়, ‘সকল ক্রীড়াবিদ তাদের জাতীয়তা এবং দেশের ঊর্ধ্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।’

এর আগে ওআইসি জানায়, ‘কোনো ক্রীড়াবিদকে তাদের জাতীয়তার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেওয়া হবে না।’

ওআইসি ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিতের রাস্তা খুঁজছে।

ওআইসি এর পক্ষ থেকে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণের আমন্ত্রণ সেই রাস্তার শুরু বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

সারাবাংলা/এসএস

অলিম্পিক গেমস এশিয়ান অলিম্পিক এশিয়ান গেমস বেলারুশ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর