Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতিখার-সাকিবের বিশ্বরেকর্ড, বরিশালের ইতিহাস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ২০:৫২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৩:০০

১০ ওভার শেষে ফরচুন বরিশালের স্কোর ছিল ৪ উইকেটে ৭৩ রান। সেই বরিশাল শেষ পর্যন্ত গিয়ে থামল ২৩৮ রানে! পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও সাকিব আল হাসান রীতিমতো ঝড় তুলেছিলেন শেষ দশ ওভারে। শেষ তিন ওভারে ৭৩ রান তুলেছেন দুজন, ভাবা যায়!

ইফতিখার সেঞ্চুরিই করেছেন। মাত্র ৪৫ বলে ঠিক ১০০ রান করেছেন পাকিস্তানি অলরাউন্ডার। সাকিব আল হাসান ৪৩ বল খেলে ৮৯ রান করেছেন। ইফতিখার-সাকিবের ব্যাটিং টর্নেডোতে রেকর্ডের ফুলঝুড়ি ছুটেছে। ইফতিখার-সাকিবদের ২৩৮ রান বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। বিপিএলে দলীয় সর্বোচ্চ স্কোরের ২৩৯। ২০১৯ সালে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে এই রান তুলেছিল রংপুর রাইডাস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে মাত্র ৮৯ বলে ১৯২ রান তুলেছেন ইফতিখার-সাকিব। যা টি-টোয়েন্টি সংস্করণে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ড। পঞ্চম উইকেট জুটিতে আগের বিশ্বরকর্ড ছিল অ্যাডাম হোস ও ড্যান মৌসলির। ২০২০ সালে বিগ ব্যাশের ম্যাচে পঞ্চম উইকেটে ১৭১ রান তুলেছিলেন দুজন।

ব্যক্তিগত রেকর্ডও হয়েছে সাকিব ও ইফতিখারের। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলেছেন দুজনই। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া ইফতেখার আজ মাত্র ৪৫ বল খেলে চার মেরেছেন ৬টি, ছক্কা ৯টি। অথচ প্রথম ১৩ বলে মাত্র ৯ রান করেছিলেন তিনি।

সাকিব ৪৩ বলে ক্যারিয়ার সর্বোচ্চ ৮৯ রান করতে চার মেরেছেন ৯টি, ছক্কা মেরেছেন ৬টি।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৩ সাকিব আল হাসান হোটেলগুলোতে ইফতার বিক্রি

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর