Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ‘সফল’ করতে গভর্নিং কাউন্সিল ও বিসিবি কর্তাদের বৈঠক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ২০:০৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ২০:১২

অনেকটা এগিয়েছে নবম বিপিএল। এবারের বিপিএল নিয়ে আলোচনার কমতি নেই। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে সাকিব আল হাসান বলেছিলেন ‘একটা যা-তা’ অবস্থা। ডিআরএস না থাকা, আম্পায়ারিংসহ বিপিএলের বেশ কিছু বিষয়ের প্রশ্নে সুর মিলিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজাও। ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলে গেছে চট্টগ্রামে। আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হবে বিপিএল। এর মধ্যে বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠক করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, কিভাবে সফল হতে পারি সে আলোচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে হাজির ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনসহ অনেকেই।

বৈঠক শেষে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘মাঠে কিন্তু দর্শক আসছে। দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে-তে।’

বিপিএলের সমাপনী অনুষ্ঠান জাঁকজমক হবে বলেছেন তিনি, ‘সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।’

কী বিষয়ে আলোচনা হলো জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কিন্তু সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি। কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি। তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ আলোচনা করেছি।’

‘একটা টুর্নামেন্টে ভুল-ত্রুটি থাকে। প্রতিবারই থাকে, সবকিছু সামলে প্রতিবারই আমরা বিপিএলকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছি। আমরা চেষ্টা করবো এবারেও আগের মত সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা আশা করবো আগেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এবারও তেমন সহযোগিতা করবেন।’

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৩ বিসিবি

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর