Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম পর্বে বিপিএলের সর্বনিম্ন টিকিট মূল্য ২০০

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৩ ২২:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ২২:৪৩

নবম বিপিএলে দুই দিনের বিরতি। ঢাকার প্রথম পর্ব শেষে দুই দিন বিরতির পর শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হবে বিপিএল। এদিকে, চট্টগ্রাম পর্বে স্টেডিয়ামে বসে বিপিএলের ম্যাচ দেখতে কতো খরচ করতে হবে তা জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম পর্বে সর্বনিম্ন টিকিট মূল্য ২০০ টাকা।

বুধবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম পর্বের টিকিট মূল্য জানিয়েছে বিসিবি। স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।

বিজ্ঞাপন

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং চট্টগ্রামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামে খেলা হবে ২০ জানুয়ারি পর্যন্ত। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৩ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর