ট্রফির দিকে তাকাও, দেখো এটা কত সুন্দর: মেসি
১৯ ডিসেম্বর ২০২২ ০৩:৪৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ০৮:২৬
নামের পাশে কত শত ট্রফি আর কতশত রেকর্ড। তবুও ক্যারিয়ারের শুরু থেকেই এই পর্যন্ত এই ট্রফির জন্য হাহাকার লিওনেল আন্দ্রেস মেসি। তবে আর হাহাকার নয়। মেসির নামের পাশে এবার জ্বলজ্বল করছে বিশ্বকাপের সোনালি শিরোপাটি। ফ্রান্সকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে তাই তো মেসি বললেন, দেখো ট্রফিটা কত সুন্দর।
মেসির হাতে মানিয়েছে বিশ্বকাপের সোনালি ট্রফিটা। তার আগে ড্যানিয়েল পাসারেল্লা কিংবা ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা যেভাবে অধিনায়কের আর্মব্যান্ড পরে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। এবার পালা ছিল মেসির। কাতার বিশ্বকাপে সেটিও করে দেখালেন মেসি। বিশ্বকাপ জিততে যা কিছু করার প্রয়োজন মেসি করেছেন তার সবটাই।
দুর্দান্ত পারফর্ম করে জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। আর ৭ গোল ও তিন অ্যাসিস্ট করে জিতেছেন বিশ্বকাপের সিলভার বুট। গোটা টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টিনাকে। আর অবিশ্বাস্য সুন্দর বিশ্বকাপের শিরোপাও উঠেছে শেষ পর্যন্ত তার হাতে।
শিরোপা হাতে নিয়ে মেসি বললেন, ‘ট্রফিটার দিকে তাকাও, দেখো এটা কত সুন্দর। এই ট্রফিটা আমি আমার সারাজীবন ধরে চেয়ে আসছি। এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। এটা অবিশ্বাস্য যে এভাবে আমরা জিতলাম। আমি এটা খুব করে চেয়েছিলাম। আর আমি জানতাম সৃষ্টিকর্তা এটা আমাকে দেবেনই। এখন আনন্দ করার সময়।’
মেসি আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট করেছি এই পর্যন্ত আসতে। আমি আর্জেন্টিনায় ফিরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার আর তর সইছে না।’
গুঞ্জন উঠেছিল বিশ্বকাপের ফাইনালই হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ। তবে শিরোপা জয়ের পর মেসি তা উড়িয়ে দিলেন। আর বললেন, ‘আমি এখনই জাতীয় দল থেকে অবসরে যাচ্ছি না। চ্যাম্পিয়ন হিসেবে আমি আরও খেলা চালিয়ে যেতে চাই।’
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি