ফ্রান্সকে আক্রমণের পরিষ্কার পরিকল্পনা আছে: স্কালোনি
১৮ ডিসেম্বর ২০২২ ০০:২৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ০০:২৫
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হেরে শুরু করে আর্জেন্টিনা। আর তারপরেই বদলে যায় গোটা দলের চিত্র। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফাইনালে। আর মাত্র একটি ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে আর্জেন্টিনা। তবে ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি তারা। তাই তো বাড়তি ভাবনা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মাথায়। তবে এবার ফ্রান্সকে হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি আর করে রেখেছেন আক্রমণের পরিকল্পনাও।
রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্য আর্জেন্টিনার।
আর এই ম্যাচ দিয়ে ইতিহাস গড়ার সঙ্গে সঙ্গে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হারার প্রতিশোধও নেওয়ার লক্ষ্য আলবেসিলেস্তেদের। চার বছর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেবারও ফ্রান্সের অধিনায়ক ছিলেন হুগো লরিস। আর ডাগ আউটের দায়িত্বে ছিলেন দিদিয়ের দেশাম্প। তবে এবার পাল্টেছে আর্জেন্টিনা দলের চিত্র। ডাগ আউটে এসেছেন লিওনেল স্কালোনি। যার ছোঁয়ায় বদলে গেছে গোটা দল।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি আত্মবিশ্বাসী এবারে। তিনি বলেন, ‘আশা করি, আমরা শিরোপা জিততে পারব, আর সেটা হলে দুর্দান্ত হবে। আমরা জানি, কিভাবে ফ্রান্সকে আক্রমণ করতে হবে, আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে। আশা করি, আমরা কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে খেলেছিলাম, এবারও একইরকম খেলতে পারব। তবে পেনাল্টি শুটআউটের যন্ত্রণা ছাড়াই ম্যাচ জিততে হবে।’
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল স্কালোনি