সেঞ্চুরিয়ান জাকির বললেন— ভারতকে ভারত মনে করে খেলিনি
১৭ ডিসেম্বর ২০২২ ১৭:৫১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৭:৫৫
চট্টগ্রাম থেকে: দ্বিতীয় দিন থেকেই চট্টগ্রাম টেস্টের লাগাম ভারতের হাতে। চতুর্থ দিন শেষে হারের মুখে বাংলাদেশ। এখন পর্যন্ত এই টেস্টে বাংলাদেশের প্রাপ্তি কি? খুঁজতে গেলে প্রথমেই জাকির হাসানের নাম সামনে আসবে। অভিষেক টেস্ট খেলতে নেমেই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন জাকির।
প্রথম ইনিংসে ৪৫ বলে ২০ রান করে আউট হয়েছিলেন সিলেটের ২৬ বছর বয়সী তরুণ। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে খেলেছেন ঠিক ১০০ রানের ঝকঝকে এক ইনিংস। আজ চতুর্থ দিনের খেলা শেষে জাকির বললেন, ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলছেন, প্রথম টেস্ট খেলতে নেমেছেন মাঠে নেমে এসব একদমই ভাবেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে যেভাবে সফল হয়েছে ঠিক সেভাবেই খেলতে চেয়েছেন। সেঞ্চুরি মিলেছে তাতেই।
জাকির বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে যে মানসিকতা নিয়ে খেলেছি এখানেও সেই একইভাবে খেলেছি। আমি চিন্তা করতে চাইনি এটা অনেক বড় ম্যাচ বা টেস্ট ম্যাচ ইত্যাদি। চেষ্টা করেছি (মানসিকভাবে) যতটা সহজ থাকা যায়। ৯০ ঘরে থাকার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে যেমন মনোযোগ দিয়ে খেলি আজও সেভাবে থাকার চেষ্টা করেছি।’
বিপিএলে দারুণ ক্রিকেট খেলে ২০১৮ সালে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন জাকির। শ্রীলংকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেনও। তবে তারপর থেকে যেন হারিয়ে গেলেন!
সম্প্রতি আবারও জেগে উঠেছেন জাকির। এ বছর জাতীয় লিগে ৫৫.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪২ রান করেছেন। বিসিএলে ৯৯ গড়ে করেন ৩৯৬ রান। গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেছেন ৬৩৬ রান। তাছাড়া এই সিরিজের আগে ভারতের ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জাকির।
তামিম ইকবালের চোটের পর অমন পারফর্ম করা জাকিরের দলে ডাক পাওয়া তাই অনুমিতই ছিল। সুযোগ পেয়েই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে অভিষেক রাঙালেন জাকির।
অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তরুণ টপ অর্ডার ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে।’
ভারতের ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রানের ইনিংসটা আজ আত্মবিশ্বাস জুগিয়েছে, বললেন জাকির, ‘ভারতের বিপক্ষে ওই (১৭৩) রানের ইনিংসের জন্য তো আত্মবিশ্বাস ছিলই মনের ভেতর। একই প্রসেস অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এটাই ভাবছিলাম যে আমাকে সেই ইনিংসের মতো প্রসেসটা ঠিক রাখতে হবে।’
উল্লেখ্য, টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল ভারত। পরে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানেই। ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১২। জবাব দিতে নেমে ৬ উইকেটে ২৭২ রান তুলে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস