যত দ্রুত সম্ভব বাংলাদেশকে গুটিয়ে দিতে চায় ভারত
১৬ ডিসেম্বর ২০২২ ২৩:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ০৯:২৪
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ভারত লিড দাঁড় করিয়েছে ৫১২ রানের। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪২ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ এখনো ৪৭১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। টেস্টের বাকি পাক্কা দুই দিন। সে হিসেবে জয় কিংবা ড্র দুটোই বাংলাদেশের জন্য কঠিন সমীকরণ। ওদিকে ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব হুক্কার দিয়ে রাখলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশকে গুটিয়ে দিয়ে বিজয় উল্লাস করতে চায় তারা।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেই পিছিয়ে পরে বাংলাদেশ। ভারত আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে। জবাব দিতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গেছে মাত্র ১৫০ রানেই। যাতে প্রথম ইনিংসেই আড়াইশর বেশি লিড পায় ভারত। চাইলে ফলোঅনও করতে পারত সফরকারীরা।
কিন্তু তা না করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে লিডটা ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন ভারতীয়রা। ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। সেঞ্চুরি করেছেন শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। তারপর বাংলাদেশের হারই এই টেস্টের সম্ভাব্য ফল হয়ে দাঁড়িয়েছে।
কুলদ্বীপ যাদব অবশ্য স্মরণ করিয়ে দিলেন, ক্রিকেট অনিশ্চয়তা খেলা। বাংলাদেশের পক্ষে কেউ ত্রিপল সেঞ্চুরি করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশই জিতে যেতে পারে। তবে ভারত দ্রুত বাংলাদেশকে গুটিয়ে দিতে চাইবে সেটা জোড় দিয়েই বললেন কুলদ্বীপ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের হয়ে সংবাদ সম্মেলনে আসা কুলদ্বীপ বলছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটি চাই না (বাংলাদেশ জিতুক)। তবে এটিই ক্রিকেট। খেলার ধরনই এমন। (বাংলাদেশের) কেউ যদি ৩০০ করে ফেলে, তাহলে অবশ্যই হয়তো… তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের অলআউট করতে। আগামীকাল এটিই আমাদের মূল লক্ষ্য।’
হাতে এখনো দুই দিন সময় আছে। সেটা যে পর্যাপ্ত সরাসরি তা বলেও দিলেন কুলদ্বীপ, ‘আমাদের হাতে আরও দুই দিন আছে। টেস্টে অনেক সময় আছে। এখনও ১৮০ ওভার বাকি। এই ধরনের ক্রিকেটে অনেক সময়। আমাদের কোনো তাড়া ছিল না ব্যাট দেওয়ার। এর চেয়ে রান করে তাদের দেওয়াটা ভালো। এটা আমাদের বোলারদেরও সুযোগ দেয়, যখন আপনি ডিফেন্ড করবেন। কোনো দলকে অনুমান করা যায় না বোলিং বা ব্যাটিংয়ের সময়। ৪০০ রান কখনও কখনও সহজ মনে হয়। যদি কেউ সেট হয়ে যায়, লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায়। এমন না যে আমরা ভয় পেয়েছি। আমরা চা বিরতি অবধি ব্যাট করে তাদের ১৫-২০ ওভার দিতে চেয়েছি।’
সারাবাংলা/এসএইচএস