Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমির রেফারিং নিয়ে ফিফার কাছে মরক্কোর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৪৭

কাতার বিশ্বকাপের রেফারিং নিয়ে সমালোচনা কম চলছে বেশ। একের পর বিতর্কিত সিদ্ধান্তে রেফারিরা হয়েছেন বিতর্কিত। আর বাজেভাবে ম্যাচ পরিচালনায় ভুগেছে অনেক দল। এবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের রেফারিংয়ের জন্য লিখিতভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে মরক্কো।

কেবল ফ্রান্সের বিপক্ষে মরক্কোর ম্যাচটিই নয়। এছাড়া আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের রেফারিং নিয়েও বিতর্কের শেষ ছিল না। সেই ম্যাচের রেফারিং নিয়ে তো লিওনেল মেসিরা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও সেমিফাইনালে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন লুকা মদ্রিচরা।

বিজ্ঞাপন

আরেক সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তোলে মরক্কো। ওই ম্যাচে রেফারি সিজার আর্তুয়ো রামোসের বিতর্কিত কিছু সিদ্ধান্ত গ্রহণযোগ্য মনে হয়নি মরক্কোর। তাদের দাবি, দুটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। মরক্কো ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচে রেফারিং ঠিকঠাক হয়নি। তারা আরও অবাক হয়েছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিও এক্ষেত্রে সাড়া দেয়নি বলে।

সেমিফাইনালের প্রথমার্ধে মরক্কোর ফরোয়ার্ড সোফানি বাউফলকে ডি বক্সের ভেতর ফাউল করেন ফ্রান্সের ডিফেন্ডার থিও হার্নান্দেজ। তবে রেফারি সেখানে পেনাল্টি দেওয়া তো দূরের কথা উল্টো ডাইভ দেওয়ার কারণে বাউফলকে হলুদ কার্ড দেখান। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে সেলিম আমাল্লা ফাউলের শিকার হন ডি বক্সের ভেতর তবে রেফারি সেটাও এড়িয়ে যান। আর এই দুটি সিদ্ধান্ত নিয়েই ফিফার দ্বারস্ত হয়েছে মরক্কো।

বিজ্ঞাপন

ফাইনালে উঠতে না পারলেও শনিবার (১৭ ডিসেম্বর) ক্রোয়েশিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে মরক্কো।

সারাবাংলা/এসএস

ফিফা ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ মরক্কো রেফারি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর