Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার…

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১০:৩৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১০:৪৬

চট্টগ্রাম থেকে: ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ’- বহুল পরিচিত এই বাংলা প্রাবাদ মিলে গেল শ্রেয়াস আয়ারের ক্ষেত্রে। চট্টগ্রাম টেস্টে বারবার আউট হওয়া থেকে বেঁচে যাচ্ছিলেন ভারতীয় তরুণ ব্যাটার। অবশেষে টেস্টের দ্বিতীয় দিনের সকালে শ্রেয়াসের স্ট্যাম্প উপড়ে ফেললেন ইবাদত হোসেন চৌধুরী।

৬ উইকেটে ২৭৮ রান তুলে গতকাল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষ করে ভারত। দিন শেষে শ্রেয়াস আয়ার অপরাজিত ছিলেন ৮২ রান। এই ৮২ রান করার পথে কালই তিনবার আউটের হাত থেকে বেঁচেছেন শ্রেয়াস।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাক্তিগত ৩০ রানের মাথায় সাকিব আল হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তা ধরতে পারেননি। ব্যক্তিগত ৭৬ রানের মাথায়ও সহজ ক্যাচ তুলেছিলেন। মিডঅনে সেই ক্যাচ ধরতে পারেননি ইবাদত হোসেন চৌধুরী।

গতকাল শেষ বিকেলে আরও একবার আউটের মুখে পড়েছিলেন শ্রেয়াস। ইবাদত হোসেনের দারুণ এক ডেলিভারি তার অফস্ট্যাম্পে লেগেছিল। তবে স্ট্যাম্পের বাতি জ্বললেও বল পড়েনি বলে বেঁচে গিয়েছিলেন শ্রেয়াস। আজ সকালেও ক্যাচ দিয়েছিলেন ভারতীয় তরুণ।

ব্যক্তিগত ৮৫ রানের মাথায় ইবাদতের বলেই ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন। লিটন দাস ক্যাচ নিতে পারেননি। বারবার বেঁচে যাওয়া শ্রেয়াসকে তার কিছুক্ষণ পরই সরাসরি বোল্ড করেছেন ইবাদত।

বাংলাদেশি পেসারের হালকা বাঁক খাওয়া বলের লাইন মিস করে অফ স্ট্যাম্প হারিয়েছন শ্রেয়াস। চারবার ‘জীবন’ পেয়ে শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ১৯২ বলে ১০টি চারের সাহায্যে ৮৬ রান করেছেন শ্রেয়াস।

সারাবাংলা/এসএইচএস

ইবাদত হোসেন বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ শ্রেয়াস আয়ার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর