Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম টেস্টে নেই রোহিত, ছিটকে গেলেন শামি-জাদেজাও

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ২০:৫৬

চট্টগ্রাম থেকে: শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন অপর দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাও।

রোববার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোহিতের জায়গায় প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণকে। আর মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার বদলে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে নবদীপ সাইনি ও সৌরভ কুমারকে। দলে ডাকা হয়েছে পেসার জয়দেব উনাদকাটকেও।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পান রোহিত। স্লিপে এনামুল হক বিজয়ের ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পান। সেদিই মুম্বাইয়ে ফেরত যান ভারতীয় অধিনায়ক। ফলে শেষ ওয়ানডেতে খেলতে পারেননি। প্রথম টেস্টেও খেলতে পারবেন কিনা সেই শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হলো।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর।

সারাবাংলা/এসএইচএস

মোহাম্মদ শামি রবীন্দ্র জাদেজা রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর