ব্রাজিল ফেভারিট কিন্তু আমাদেরও জয়ের সুযোগ আছে: মদ্রিচ
৮ ডিসেম্বর ২০২২ ২০:৩৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ২০:৪০
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৯ ডিসেম্বর) মাঠে নামবে ক্রোয়েশিয়া। গতবারের রানার্সআপ দলটি এবার কোয়ার্টার ফাইনালের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি। দলের ব্যালন ডি অর জয়ী অধিনায়ক লুকা মদ্রিচ ব্রাজিলকে যতটা সমীহ করছেন, ঠিক ততটাই নিজেদের মান নিয়ে আত্মবিশ্বাসী। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান মদ্রিচ।
মদ্রিচ বলেন, আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে দারুণ কিছু করেছি। কিন্তু সবকিছুর উপর আমরা আরও চাই। বিশ্বকাপে আমাদের সবচেয়ে বড় ম্যাচটি সামনে। ব্রাজিল সবসময়ই ফেভারিট। কিন্তু এই বিশ্বকাপে তাদের শক্তি আরও বেশি। আমি বিশ্বাস করি, ফেভারিট হওয়ার যোগ্য দল ব্রাজিল। কিন্তু আমরা আমাদের নিজের মতো খেলতে হবে। আমাদের সর্বোচ্চটা দিতে হবে। আমরা যদি সেরা খেলাটা খেলি, আমাদের জয়ের সুযোগ আছে।
ব্রাজিল দলের কয়েকজন খেলোয়াড় ক্লাবে মদ্রিচের বর্তমান ও সাবেক সতীর্থ। দানিলো, ক্যাসিমিরো, মিলিতাও, ভিনিসিয়াস, রদ্রিগো এদের প্রত্যেকেই রিয়াল মাদ্রিদের মদ্রিচের সঙ্গে খেলেছেন। গত বুধবার ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের পরিবেশের সঙ্গে তার মানিয়ে নেওয়ার সময় মদ্রিচের সহযোগিতার কথা স্মরণ করেছেন। ভিনিসিয়াস জানিয়েছেন, রিয়াল মাদ্রিদে কঠিন সময়ে তাকে সাহায্য করেছেন মদ্রিচ।
বর্তমান ক্লাব সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের এমন মন্তব্যের প্রেক্ষিতে মদ্রিচও তার ভূয়সী প্রশংসা করেছেন। মদ্রিচ বলেন, আসলে জেনে খুব ভালো লাগছে যে ভিনিসিয়াস আমার প্রশংসা করেছে, সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে। সে একজন চমৎকার খেলোয়াড় এবং খুব ভালো একজন মানুষ। তার শারীরিক সক্ষমতা খুব বেশি। তাকে সামলানো আমাদের জন্য কঠিন একটি কাজ।
ভিনিসিয়াসকে সামলাতে জাতীয় দলের সতীর্থদের বিশেষ টোটকা বাতলে দেবেন বলেও স্বীকার করেন মদ্রিচ। তিনি বলেন, অবশ্যই আমি আমার সতীর্থদের বলব কিভাবে ভিনিসিয়াসকে থামানো সম্ভব।
একই সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচকে গোলের পর ব্রাজিলিয়ানদের নাচ প্রসঙ্গে প্রশ্ন করা হয়। দালিচ এ ব্যাপারে বলেন, তাদের (ব্রাজিলের) উদযাপনের নিজস্ব উপায় আছে এবং তারা যেভাবে জানে সেভাবেই উদযাপন করে, এভাবেই তারা অভ্যস্ত। তারা তাদের ঐতিহ্য, তাদের বৈশিষ্ট্যসমূহ প্রদর্শন করছে। এর মানে কি এটি সম্মানজনক নাকি অসম্মানজনক? আমি বলতে পারি না। আমি আমার খেলোয়াড়দের এটা করতে দেখতে চাই না, কিন্তু এটা তাদের (ব্রাজিলের) সংস্কৃতি। তারা পছন্দ করেছে. এবং তারা এটা করতে পারে।
কাতার এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ ষোলোতে ক্রোয়েশিয়া টাইব্রেকারে জাপানকে হারিয়েছে। আর ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এসেছে কোয়ার্টার ফাইনালে।
সারাবাংলা/আইই/এসএস
কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লুকা মদ্রিচ