Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফার টুইটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২ ২০:৪৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২১:০৪

ফুটবল বিশ্বকাপ হচ্ছে কাতারে। তার উন্মাদনা প্রায় চার হাজার কিলোমিটার দূরের দেশ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো মতো বাংলাদেশেও ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই দলের সমর্থক বেশি। তাই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা দুই দলের খেলা হলেই দেশের বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে জড়ো হতে দেখা যায় বাংলাদেশি ফুটবল সমর্থকদের।

দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি বড় পর্দা টানানো হয়েছে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ম্যাচের দিন সেসব এলাকায় তৈরি হয় উৎসবমূখর পরিবেশ। ফুটবল উন্মাদনায় বুদ হয়ে থাকেন সমর্থকরা। বিষয়টি নজরে এসেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার।

বিজ্ঞাপন

বাংলাদেশি ফুটবল সমর্থকরা জায়গা পেয়েছেন ফিফার অফিসিয়ালি টুইটারে। কয়েক দিন আগে রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে দেখার একটি ভিডিও পোস্ট করা হয়েছিল ফিফার অফিসিয়াল টুইটারে। লিওনেল মেসির গোল উদযাপনের ভিডিও ছিল সেটি। ক্যাপশনে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্‌যাপন করছেন।’

এবার বাংলাদশি ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবি পোস্ট করল ফিফা। গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল। ঢাকায় বড় পর্দায় ওই ম্যাচ দেখার দৃশ্য পোস্ট করেছে ফিফা। ভক্তদের উল্লাসের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না।’

বিজ্ঞাপন

ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ম্যাচের আগে ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। প্রিয় দলে জার্সি গায়ে, পতাকা হাতে বড় পর্দায় খেলা দেখতে হাজির হন ভক্তরা। ভুভুজেলা বাশি বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে, ব্যান্ড বাজিয়ে প্রিয় দলের নাম ধরে উল্লাস প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের।

এবারের বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই শিরোপাপ্রত্যাশী। পরপর ‍দুই ম্যাচ জিতে ব্রাজিল এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড অবশ্য এখনো নিশ্চিত নয়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে হবে লিওনেল মেসির দলকে। ড্র করলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে আর্জেন্টিনার। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলের পারফরম্যান্সের উপর।

সারাবাংলা/এসএইচএস

আর্জেন্টিনা টিএসসি ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল ফুটবল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর