Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের প্রথম লাল কার্ড ওয়েলসের হেনেসির

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ১৮:১৯

ওয়েলস এবং ইরানের মধ্যকার ম্যাচে দেখা মিলল কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ডের। ওয়েলস গোলরক্ষক ডি বক্সের বাইরে ছুটে এসে ইরানের ফরোয়ার্ড তারেমিকে ফাউল করেন। ম্যাচের ৮৬তম মিনিটে তাকে লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচের তখন ৮৬তম মিনিটের খেলা চলছে। দুর্দান্ত সব আক্রমণে ওয়েলসকে কোণঠাসা করে রেখেছে ইরান। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ওয়েলস রক্ষণ। ঠিক সেই মুহূর্তে প্রতি আক্রমণে গোলের জন্য মরিয়ে হয়ে বল নিয়ে উপরে ওঠেন ইরানের ফরোয়ার্ড তারেমি। তার পেছনে দুই ডিফেন্ডার থাকলেও বল নিয়ে গোলের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তারেমি। আসন্ন বিপদ বুঝতে পেরে গোলপোস্ট এবং ডি বক্স ছেড়ে বেশ দূরে এগিয়ে এসে চ্যালেঞ্জ করেন ওয়েলস গোলরক্ষক ওয়েন হেনেসি। তবে বল জেতার চেয়ে তারেমিকে ফেলে দেওয়ার ভাগটাই তার ভেতরে বেশি ছিল।

বিজ্ঞাপন

হেনেসির ফাউলে মাটিতে লুটিয়ে পড়েন তারেমি। রেফারি সঙ্গে সঙ্গে ছুটে এসে হলুদ কার্ড দেখান হেনেসিকে। সে সময় হেনেসি কোনো প্রতিবাদ করেননি। তিনি হয়তো মনে মনে হাসছিলেন লাল কার্ড থেকে বেঁচে যাওয়ার জন্য। তবে ইরানের খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানান। পরে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পুনরায় রিপ্লে দেখেন। আর নিজের সিদ্ধান্ত বদলে হেনেসিকে লাল কার্ড দেখান।

এতেই কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ডের দেখা মিললো। হেনেসি ফেরার পর ১০ জনের দল নিয়ে শেষ প্রায় ১৫ মিনিট খেলেছে ওয়েলস। আর ম্যাচের শেষ তিন মিনিটে দুই গোল হজমও করেছে তারা। ইরান ২-০ গোলের জয় নিয়ে ছেড়েছে মাঠ।

সারাবাংলা/এসএস

ওয়েন হেনেসি ওয়েলস বনাম ইরান কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লাল কার্ড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর