Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ খুবই ভালো দল: দ্রাবিড়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ২১:০৪ | আপডেট: ১ নভেম্বর ২০২২ ২১:০৮

রাত পোহালে ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। ‘বাংলাদেশ ভারতকে হারালে সেটা হবে অঘটন’, ‘ভারত বিশ্বকাপ জিততে এসেছে, আমরা জিততে আসিনি’ ম্যাচের আগে এসব কথা বলে আলোচিত হচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে বাংলাদেশ অধিনায়ক যাই বলুন না কেন, ভারত অবশ্য বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে। দলটির হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, বাংলাদেশ খুবই ভালো দল।

বিজ্ঞাপন

কুড়ি ওভারের ক্রিকেটে ছোট দল বড় দলের ব্যবধানটা এমনিতেই কম। এবারের বিশ্বকাপে বৃষ্টি সেই ব্যবধানটা কমিয়ে দিয়েছে আরও। বৃষ্টির কারণে কার্টেল ওভারেই হচ্ছে বেশি ম্যাচ। যাতে ডিএল ম্যাথোডে বড় দলগুলোর হুট করেই বিপদে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে এভাবে রীতিমতো হেরেই গেল ইংল্যান্ড। এসব কারণে ভয়টা বেশি, বললেন দ্রাবিড়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ বলেন, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা খুব ভালো দল। এই বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে কোন দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই আসরে অনেক খেলায় এমন দেখলাম।’

দ্রাবিড় বলেন, ‘এছাড়া ২০ ওভারের খেলা এমনিতেই ছোট সংস্করণ। খেলায় জয় পরাজয়ের ব্যবধানটা অনেক সময়ই ১২ থেকে ১৫ রানের হয়। কাজেই দুটো শটেরই ব্যাপার। দুটো শট এদিক-সেদিক হলেই ফল বদলে যায়। কাজেই এটা এমনিতেই সংক্ষিপ্ত উত্তেজনাকর সংস্করণ। এখানে কখনো কখনো কে পরিষ্কার ফেভারিট বলাটা কঠিন। ‘

কন্ডিশনও দলগুলোর মধ্যে পার্থক্য কমিয়ে দিচ্ছে বলছেন দ্রাবিড়, ‘এই কন্ডিশনে খেলাটায় আরও সমতা চলে আসে কারণ অনেক বড় বাউন্ডারি। উপমহাদেশে কিছু শট অনায়াসে ছক্কা হবে, কিন্তু এখানে এরকম কিছু বড় শট এমনটা সহজে হবে না, আউট হয়ে যাবে।’

বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ, ভারত। দুই দলই একটিতে হেরেছে দুটিতে জিতেছে। কাল জিতলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। কিন্তু হারলে প্রায় ছিটকে পড়তে হবে সেমিফাইনালের দৌড় থেকে।

ফলে এমনিতেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভারতীয় কোচ বলেন, ‘আমরা অবশ্যই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে যেমন ছিল এই ম্যাচেও আমাদের প্রস্তুতি ঠিক তেমনই আছে।’

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ রাহুল দ্রাবিড় সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর