Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুঁকছে শুরুতেই মেরুদণ্ড ভেঙে যাওয়া পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ১৫:০৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৫:৫৩

রবিচন্দ্রন অশ্বিনকে পয়েন্টে ঠেলে এক রান নিয়ে পাকিস্তানের দলীয় ৫০ রান পূর্ণ করলেন ইফতিখার আহমেদ। কিন্তু ততক্ষণে ৯ ওভারের খেলা শেষ! সে পর্যন্ত ওভারপ্রতি রান উঠেছে মাত্র ৫.৫৫ করে। আধুনিক টি-টোয়েন্টিতে যেটা মোটেও আদর্শ নয়। মেলবোর্নে ভরতীয় বোলিং আক্রমণের বিপক্ষে রীতিমতো ধুঁকছে পাকিস্তান।

পাকিস্তানের ব্যাটিং আক্রমণের মেরুদণ্ড মনে করা হয় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটিকে। ভারতের বিপক্ষে আজ মেরুদণ্ড ভেঙে গেছে শুরুতেই। ভারতের তরুণ পেসার আর্শিদ্বীপ সিং শুরুতেই ফিরিয়ে দিয়েছেন বাবর-রিজওয়ানকে। সেরা দুই ব্যাটারকে হারিয়ে পাকিস্তানের অধারাবাহিক মিডল অর্ডারও ঘুরে দাঁড়াতে ব্যর্থ।

বিজ্ঞাপন

আর্শদ্বীপের তোপে বাবর-রিজওয়ান হারিয়ে চাপে পাকিস্তান

রোববার (২৩ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচটাকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। আগ্রহের ম্যাচটাতে শুরুতে দেখা গেল ভারতের একক দাপট।

ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে বারবার পরাস্ত হওয়া রিজওয়ান তুলতে পেরেছেন কেবল ১ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট বাবর। আর্শিদ্বীপ সিংয়ের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাক বাবর। অপর প্রান্তে ভারতীয় পেসারদের সুইংয়ে শুরু থেকেই নড়বড়ে ছিলেন রিজওয়ান। চতুর্থ ওভারে তার ফয়দা নিয়ে রিজওয়ানকে ফেরান আর্শিদ্বীপ।

তার নিখুঁত বাউন্সারে টপ অ্যাজ হয়ে সীমানায় ধরা পরেন রিজওয়ান। তিনে নামা শান মাসুদ ও চারে নামা ইফতিখার আহমেদ তারপর স্বাচ্ছেন্দে ব্যাটিং করতে পারেননি।

১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬০/২। ২১ বলে ২১ রান করে অপরাজিত ইফতিখার। ২৬ বলে ২৯ করে অপরাজিত শান মাসুদ।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর