Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষ্প্রভ সাকিব, গায়ানাও ফাইনালে উঠতে ব্যর্থ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৩

পরপর দুই ম্যাচে ম্যাচজয়ী পারফর্ম করা সাকিব আল হাসান পারেননি ধারাবাহিকতা ধরে রাখতে। প্রথম কোয়ালিফায়ারের পর আজ দ্বিতীয় কোয়ালিফায়ারেও পারফর্ম করতে পারেননি বাংলাদেশি তারকা। তার দল গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সও ব্যর্থ। পর পর দুই কোয়ারিফায়ার হেরে ফাইনালের টিকিট পায়নি গায়ানা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৩৭ রানে হেরেছে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সাকিব বল হাতে তিন ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য। ব্যাট হাতে ৬ বলে ৫ রান করে বোল্ড  আউট হয়েছেন। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে ১ রান এবং বল হাতে ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।

বিজ্ঞাপন

প্রথম কোয়ারিফায়ার হারার পর ফাইনালে যেতে দ্বিতীয় কোয়ালিফায়ার জিততেই হতো গায়ানাকে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গায়ানা অধিনায়ক শিমরন হেডমায়ার। বোলিংয়ের শুরুটাও ভালো হয়েছিল গায়ানার। ১৬ রানের মাথায় প্রতিপক্ষের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কেননার লুইসকে ফেরায় গায়ানা। তবে এরপর আর নিয়ন্ত্রণটা ধরে রাখতে দেননি শামার্থ ব্রকস।

তিন নম্বরে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। শেষ দিকে পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম রীতিমতো ঝড় তুলেছিলেন। যাতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রানের পাহাড়সম স্কোর গড়ে জ্যামাইকা। ব্রকস ৫২ বলে ৭টি চার ৮টি ছয়ে ১০৯ রান করেন। ইমাদ ১৫ বলে ৪টি চার ৩টি ছয়ে ৪১ রান করেন।

পরে শুরুতেই ওপেনার পল স্টার্লিকে হারালেও পরে বেশ ভালোই এগুচ্ছিল গায়ানা। রহমতউল্লাহ গুলবাজ ও শেই হোপ দ্বিতীয় উইকেটে শক্ত একটা জুটি গড়েন।

বিজ্ঞাপন

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিশাল সংগ্রহের পেছনে আর ছুটতে পারেনি গায়ানা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে থেমেছে গায়ানা। ৩৭ বলে সর্বোচ্চ ৫৬ রান করেছেন কেম পল। শেই হোপ ১৩ বলে ৩১ ও গুলবাজ ১৬ বলে ২২ রান করেন।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান সিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর