ব্যাট হাতে ফিফটি হাঁকানো সাকিব আবারও ম্যাচসেরা
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৫
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছেন সাকিব আল হাসান। বল হাতে একের পর এক ম্যাচ জেতানো পারফর্ম করা সাকিব ব্যাট হাতে বারবার হচ্ছিলেন ব্যর্থ। তবে এবার ব্যাট হাতে আগুন ঝরানো পারফরম্যান্স সাকিবের। আর তাতেই জিতে নিলেন আরও এক ম্যাচসেরার পুরষ্কার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের টানা দুই ম্যাচে জয়ের নায়ক সাকিব। বল হাতে ২.৩ ওভারে ১২ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস।
এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা ভালো যায়নি সাকিব আল হাসানের। গ্রুপ পর্বের দুটি ম্যাচই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে খেলা দুই ম্যাচে সাকিব ব্যাট হাতে ১১ ও ২৪ রান করেছেন আর বল হাতে মাত্র এক উইকেট। এশিয়া কাপে ভালো করতে না পারার ঘাটতি পুষিয়ে উঠতে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে। আর সাকিব পাড়ি জমিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে। সিপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে গোল্ডেন ডাক। যদিও ওই দুই ম্যাচে অবশ্য উইকেট নিয়েছেন তিনটি।
ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে এবার ম্যাচসেরা সাকিব
তবে এবার ব্যাট হাতে ছন্দ খুঁজে পেয়েছেন সাকিব। সিপিএলে নিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান করার পর বল হাতে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। আর তাতেই সে ম্যাচসেরার পুরষ্কার বাগিয়ে নেন টাইগার দলপতি। এরপর দলের হয়ে নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩০ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়। এতেই ম্যাচসেরার পুরষ্কার সাকিবের ঝুলিতে।
লক্ষ্য খুব বড় ছিল না গায়ানার জন্য। সেটিই আরও অনায়াস হয়ে গেল সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসে। আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া অলরাউন্ডার এবার ব্যাট হাতে ফিরলেন যেন নিজের সেরা চেহারায়। প্রথম দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ থেকে টানা দুই ম্যান অব দা ম্যাচ, বাংলাদেশ অলরাউন্ডারের ঘুরে দাঁড়ানো পেল পূর্ণতা।
সেরা ফর্মে থাকলে যেভাবে ব্যাট করেন সাকিব, এই ম্যাচে ফুটে ওঠে তার সবটুকুই। উইকেটের চারপাশে খেলেন দারুণ সব শট। ড্রাইভ, পুল, কাট, আপার কাট, কী ছিল না তার ব্যাটিংয়ে! প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোরে শুরু হওয়া ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বারবাডোজ রয়্যালসকে ৫ উইকেটে হারায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সাকিব যোগ দেওয়ার আগে ৬ ম্যাচে স্রেফ ১টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় তলানিতে ছিল গায়ানা। সেই দলই টানা ৪ জয়ে প্রাথমিক পর্ব শেষ করল শীর্ষ দুইয়ে থেকে।
সারাবাংলা/এসএস
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টপ নিউজ ম্যাচসেরা সাকিব আল হাসান সিপিএল