Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে আইকন ও অধিনায়ক ঘোষণা করল বাংলা টাইগার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ২০:৪১

আসন্ন টি-টেন লিগের জন্য বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার ও অধিনায়ক ঘোষণা করেছে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশি মালিকানাধীন দলটি। আগামী নভেম্বরে মাঠে গড়াবে এবারের টি-টেন লিগ। প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব।

যাতে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির জন্য খেলা সবসময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে।’

ফ্র্যাঞ্চাইজিটির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি তারকা বলেন, ‘ক্রিকেটের সবশেষ সংস্করণে এটি হতে যাচ্ছে আমার প্রথম মৌসুম এবং আমি বাংলা টাইগার্সে যোগ দেওয়ার জন্য রোমাঞ্চিত। আমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালোবাসি এবং এই টুর্নামেন্ট আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আশা করি এই চ্যালেঞ্জ উতরাতে সফল হবো এবং বাংলা টাইগার্সের জন্য নতুন ইতিহাস তৈরি করবো।’

এদিকে সাকিবের মতো ক্রিকেটারকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বাসিত ফ্র্যাঞ্চাইজিটির বাংলাদেশি মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীও। তিনি বলেন, ‘সাকিবকে আমাদের আইকন প্লেয়ার হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত। তিনি জন্মগতভাবেই নেতা। আশা করি, বাংলাদেশ জাতীয় দল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যা করে দেখিয়েছেন, এখানেও তা করতে পারবেন।’

উল্লেখ্য, টি-টেন লিগের এই দলটির কোচিং স্টাফও বাংলাদেশি। বাংলাদেশের আফতাব আহমেদকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকে নেওয়া হয়েছে টিম মেন্টর হিসেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টি-টেন লিগ বাংলা টাইগার্স সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর