লিডসের কাছে হেরে অজুহাতের ঝুলি তুখেলের
২২ আগস্ট ২০২২ ০৯:৩৮ | আপডেট: ২২ আগস্ট ২০২২ ০৯:৫৭
রোববার (২১ আগস্ট) লিডস ইউনাইটেডের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে চেলসি। এই হারে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে চেলসি। এদিকে হারের পর অজুহাতের ঝুলি খুলে বসেছেন চেলসি কোচ থমাস তুখেল।
ম্যাচের ৩৩তম মিনিটে এডুয়ার্ড মেন্ডি লিডসকে একটি গোল উপহার দেন। বল পায়ে কিছুক্ষণ ধরে রাখেন চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি আর সেখানেই চাপ দিতে এগিয়ে যান লিডসের ফরোয়ার্ড ব্রেন্ডন অ্যান্ডারসন। মেন্ডিকে চাপ দিলে তিনি অ্যান্ডারসনের কাছে বল হারান আর বল পেয়ে তা জালে পাঠিয়ে দেন অ্যান্ডারসন। ম্যাচের শেষ দিকে এসে লাল কার্ড দেখেন চেলসির ডিফেন্ডার কালিদু কুলিবালি।
আর দলের এমন ভুলে ভরা হারের পর চেলসি কোচ দুষেছেন গোলরক্ষক মেন্ডিকে আর ম্যাচের আগের দিন বিমানে আসার ব্যবস্থা না থাকাকে।
লিডসের কাছে হারের পর মাঠের ভেতরেই বেশ বিমর্ষ হয়ে পড়েন থমাস তুখেল। আর বলেন, ‘যা যা খারাপ হতে পারতো সবকিছুই ঘটেছে আমাদের সঙ্গে। প্রথমেই আমরা ফ্লাইটে এখানে আসতে পারিনি। যদিও খেলোয়াড়রা চাইলেই বিমানে আসতে পেরেছে কিন্তু কোচিং স্টাফদের জন্য এটা খুবই কষ্টকর অবস্থা ছিল। এরপর আমরা কোচিং স্টাফরা বাসে করে এখানে এসেছি। আর এরপরেই পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যায়।’
‘আমরা ম্যাচের ২০ মিনিটে যে পরিমাণ সুযোগ হাতছাড়া করেছি এতেই আমরা ম্যাচে পিছিয়ে পড়ি। এরপর এডুয়ার্ড মেন্ডি যে ভুলটি করেছে সেটা আসলে খুবই বাজে। এটা খুবই বড় একটি ভুল ছিল। এমন ভুল কিভাবে হলো সেটা একমাত্র সেই জানে। এই ভুলের পর নিশ্চয় এটা নিয়ে বেশি কথা বলার মতো কিছু থাকে না। সবাই দেখেছে, বিশ্বের সবাই দেখেছে এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে এমন ভুল পুরো ম্যাচটাই ডুবিয়েছে।’
‘আমরা পুরো মাঠ জুড়ে খেলিনি। বল পায়ে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। আমরা তীক্ষ্ণ ছিলাম না। কিন্তু বল ছাড়া আমরা ঠিক খেলেছি। একটা সেটপিস আর মেন্ডির ভুল আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’—বলেন থমাস তুখেল।
সারাবাংলা/এসএস
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ থমাস তুখেল লিডস ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেড