Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর ভেঙে টেস্টে ফেরার ইঙ্গিত মঈন আলীর

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২২ ১৫:৪৮

গেল সেপ্টেম্বরে হঠাত সাদা পোশাক থেকে অবসরের ঘোষণা দেন মঈন আলী। অবসরের এক বছর পূরণ হওয়ার আগেই আবারও সাদা পোশাকে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। টেস্টে ইংলিশদের প্রধান কোচ হয়ে আসা ব্রেন্ডন ম্যাককুলামের অধীনে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আর এ কারণেই অবসর ভেঙে টেস্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।

রোববার ম্যাককালামের সঙ্গে দেখা করেন ৩৪ পেরুনো মঈন। এরপর ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ড যাওয়ার আগে ইসিবিকে মঈন জানান নিজের সিদ্ধান্তের কথা, ‘যদি ম্যাককালাম আমাকে চান, আমি অবশ্যই পাকিস্তানে খেলব (টেস্ট)।’

বিজ্ঞাপন

মঈন আরও বলেন, ‘আজ সকালে ম্যাককালামের সঙ্গে কথা হয়েছে। আমরা এই শীতে পাকিস্তান ট্যুর নিয়ে আলাপ করেছি। দরজা সব সময় খোলা। হ্যাঁ আমি এখন আনুষ্ঠিকভাবে অবসর ভেঙ্গে ফিরছি।’

এবছরেই পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। আর সেই সিরিজ দিয়েই আবারও সাদা পোশাকে ফেরার ইঙ্গিত মঈনের। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি পাকিস্তান সুপার লিগ খেলেছি কিছু বছর আগে। কিন্তু সেটা আর এটা এক নয়। ইংল্যান্ড দলের হয়ে সেখানে যাওয়া, যেখানে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে সেটা অসাধারণ। এটা ঐতিহাসিক সিরিজ হতে চলেছে কারণ অনেক বছর ইংল্যান্ড দল পাকিস্তানে যায় না।’

সারাবাংলা/এসএস

অবসর ভেঙে ফিরছেন ইংল্যান্ড টেস্ট দলে মঈন আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর