নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল
৬ জুন ২০২২ ১৮:১৫ | আপডেট: ৬ জুন ২০২২ ১৮:৫৬
ইউরোপে যখন উয়েফা নেশনস লিগ চলছে ঠিক সে সময়েই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লাতিন আমেরিকার পরাশক্তিরা। রোববার রাতে লিওনেল মেসির ৫ গোলে এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। সোমবার (৬ জুন) বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে জাপানের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। নেইমার জুনিয়রের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের গোলটি আসে পেনাল্টি থেকে ম্যাচের ৭৭তম মিনিটে।
বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নিচ্ছেন ব্রাজিল কোচ তিতে। স্ট্রাইকারের ঘাটতি পূরণে নেইমার জুনিয়রকে ফলস নাইনে খেলিয়ে যাচাই করে নিচ্ছেন এই ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড। আর রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের বিধ্বংসী ফর্মের কারণে তাকে জায়গা করে দিতেই নেইমারকে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করছেন তিতে। নেইমারক-ভিনিসিয়াসের সঙ্গে এদিন আক্রমণভাগে ছিলেন রাফিনহা।
নেইমার-ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত বোঝাপড়াতে ম্যাচের দুই মিনিটেই দুর্দান্ত একটি সুযোগ তৈরি করে ব্রাজিল। ভিনিসিয়াস দুর্দান্ত একটি বল পাঠান নেইমারের কাছে। ডি-বক্সে বল পেয়ে ব্যাকহিল করে পাকুয়েতাকের পাস দেন নেইমার। বল পেয়ে মাটি কামড়ানো দারুণ এক শট করেন পাকুয়েতা। তবে তার শট গোলপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় সেলেসাওরা।
কিছুক্ষণ পরে রাফিনহা এবং পাকুয়েতার দুর্দন্ত এক আক্রমণের পর বল পেয়ে যান নেইমার। তবে তার শট করার আগেই বল ক্লিয়ার করে জাপান। কিন্তু বল পেয়ে যান ফ্রেড আর বল পেয়ে ২০ গজ দূর থেকে শট করলে বল ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর জাপানের ওপর চেপে বসে ব্রাজিল। তবে কিছুতেই গোলের জাপানের রক্ষণে ফাটল ধরাতে পারেননি নেইমার-ভিনিসিয়াসরা।
দুর্দান্ত সব আক্রমণে জাপানকে বিপদে ফেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ধারা ধরে রাখে ব্রাজিল। তবে ভাঙছিল না জাপানের রক্ষণদূর্গ। গোটা ম্যাচের ৫২ শতাংশ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় ব্রাজিল যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। তবুও জাপানের রক্ষণ ভাঙতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৭তম মিনিট পর্যন্ত। আর গোলও এসেছে স্পটকিক থেকে।
ম্যাচের ৭৫তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন রিচার্লিসন। তবে তার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপরেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জাপানের ডিফেন্ডার এনদো ডি-বক্সের ভেতর রিচার্লিসনকে ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে বল জালে জড়াতে ভুল করেননি নেইমার। শেষ পর্যন্ত নেইমারের এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ব্রাজিল ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
সারাবাংলা/এসএস
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ টপ নিউজ নেইমার জুনিয়র ব্রাজিল বনাম জাপান