Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়কে এখনই জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে মাশরাফি


২৯ এপ্রিল ২০২২ ০০:৫০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০০:৫৬

১৫ ম্যাচে ১১৩৮ রান। গড় ৮১.২৮, স্ট্রাইকরেট ৯৮.৬১। ১৫ ইনিংসের ১২টিতেই ৫০ পেরিয়েছেন। সেঞ্চুরি করেছেন তিনটি।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এনমুল হক বিজয়ের ব্যাটিং পরিসংখ্যান এটি। অবিশ্বাস্য পারফর্ম করা এনামুল হক বিজয়কে জাতীয় দলে ফেরানোর আলোচনা সর্বত্র। সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, এমন ফর্মে থাকা অবস্থায় সুযোগ না দিলে আর কবে!

ডিপিএলে নিজের শেষ ম্যাচে আজ ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন বিজয়। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা উৎসবের মধ্যদিয়ে আজ শেষ হয়েছে এবারের ডিপিএল। লিগের শেষ ম্যাচ শেষে সংবাদমাধ্যমে বিভিন্ন প্রসঙ্গে বহু কথা বলেছেন মাশরাফি।

এনামুল হক বিজয়ের দুর্দান্ত পারফর্মের প্রসঙ্গ উঠলে মাশরাফি বলেন, ‘একজন মানুষ যদি ১১০০ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা পাওয়া উচিত।’

কিন্তু ফেরাতে চাইলেই তো আর হয় না! বিজয় ওপেনিং ব্যাটার। জাতীয় দলে ওপেনিং পজিশনে তামিম ইকবালের সঙ্গে মোটামুটি সেট লিটন দাস। টেস্টে তামিমের সঙ্গে সম্প্রতি প্রতিশ্রুতিশীল ক্রিকেট খেলেছেন তরুণ মাহমুদুল হাসান জয়। তবে টি-টোয়েন্টিতে ওপেনিং পজিশন সেভাবে সেট নয়। তামিম ইকবালও এই ফরম্যাট থেকে ছুটি নিয়েছেন।

এই জায়গায় বিজয়ের সুযোগ দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘লিটন-তামিমকে তো আপনি সরাতে পারবেন না। তারা সম্প্রতি পারফর্ম করে এসেছে। তাই বিজয়কে (এনামুল) যদি আনেনও, প্রথম একাদশে জায়গা কিন্তু নাই। টেস্টে জানি না কে ওপেন করবে, আবার জয় (মাহমুদুল হাসান) কিন্তু এক শ করে আসছে। এখানেও তামিম খেলবে। সুতরাং এখানেও কিন্তু কঠিন। তাই টি-টোয়েন্টির কথা আমি উল্লেখ করেছি। কারণ, এই ফরম্যাটে এখনোই বিজয়কে দলের নেওয়ার সুযোগ আছে। এটা আমার মতামত। এমন না অন্যকেও মেনে নিতে হবে।’

বিজ্ঞাপন

‘দেখেন পুরো একটা লিগ থেকে আপনি ১০-১২ জনকে আনতে পারেন। তবে জাতীয় দলকে ফোকাস করলে এক বা দুজনকে টার্গেট করতে হয়। সেটা যদি করেন, আমি মনে করি বিজয়। আগের দিনও বলেছি, আজকেও বলছি সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়।’

শেখ জামালের হয়ে এবার নুরুল হাসান সোহানও দুর্দান্ত ব্যাটিং করেছেন এবার। সুপার লিগে অবিশ্বাস্যভাবে কয়েকটি ম্যাচ জিতিয়েছেন সোহান। তার কথাও উঠে এলো মাশরাফির মুখে।

তিনি বলেন, ‘এরা দুজন অসাধারণ ছিল। সোহান (নুরুল) হয়তো ১ হাজার রান করেনি কিন্তু চাপের মধ্যে যে রান করেছে, ম্যাচ জেতানো ইনিংস খেলেছে—এগুলো বিবেচনায় আনা উচিত।’

নুরুল হাসান সোহানের বয়স ২৮, এনামুল হক বিজয়ের বয়স ২৯। দুজনের বয়সও পক্ষে আছে মনে করছেন মাশরাফি, ‘ওদের বয়সের কথা বলব। এখন ওদের বয়স পারফর্ম করার। এ সময়েই ওদের স্বীকৃতি দেওয়া উচিত। ক্রিকেটে একটা বিষয় আছে বয়স। এখন বিজয়-সোহানরা যে বয়সে আছে…ক্রিকেটে ২৮ থেকে ৩২-৩৪–এর একটা সময় থাকে, এখন কিন্তু ওরা ওই বয়সে রয়েছে। তাই এখানে শুধু অভিজ্ঞতা আছে, সিনিয়র খেলোয়াড়েরাও আছে—এসব চিন্তা না করে যদি ওদের কিছু ম্যাচে সুযোগ দেওয়া যায়, আমার মনে হয় ওরা ভালো করবে।’

এনামুল হক বিজয় ডিপিএল মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর