Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের বড় জয়


২৪ এপ্রিল ২০২২ ২০:৩৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ২০:৪৩

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের লড়াই নিয়ে বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছিল। রোমাঞ্চকর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

ফজলে মাহমুদ রাব্বির দারুণ এক সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল প্রথমে ব্যাটিং করতে নামা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। পরে ৩১৪ রানের বড় সংগ্রহের জবাব দিতে নেমে ২৩০ রানে থেমেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিজ্ঞাপন

রোববার (২৪ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করতে নেমে শুরুটাই ভালো হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। রূপগঞ্জের প্রথম চার ব্যাটারের একজন সেঞ্চুরি করেছেন, দুজন হাফ সেঞ্চুরি। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার জাকির হোসেন আজ বড় ইনিংস খেলতে পারেননি। ইমরানউজ্জামানের সঙ্গে তার ওপেনিং জুটি ছিল ৫৪ রানের।

তবে জাকির ২৪ রান করে ফিরলে তারপর তিনে নেমে দুর্দান্ত একটা ইনিংস খেলেন ফজলে মাহমুদ রাব্বি। দ্বিতীয় উইকেটে রাব্বি-ইমরানুজ্জামানের জুটি ছিল ৭৫ রানের। ইমরান দলীয় ১২৯ রানের মাথায় ৮৩ বলে ৬টি চার ২টি ছয়ে ৭৩ রান করে ফিরেছেন। তৃতীয় উইকেটে অধিনায়ক মার্শাল আইয়ূবের সঙ্গে আরও ১০৯ রান তুলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ফজলে রাব্বি। শেষের ঝড়ে রূপগঞ্জের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন আরিফুল ইসলাম।

৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। শেষ দিকে মাত্র ১৩ বল খেলে ১ চার ৫ ছয়ে ৪১ রান করেছেন আরিফুল। রাব্বি তিনে নেমে ১০৪ বল খেলে ৫টি চার ৪টি ছয়ে ১০৪ রান করেছেন। মার্শাল আইয়ূব ৫১ বলে ৫৩ রান করেছেন।

বিজ্ঞাপন

বড় সংগ্রহের জবাব দিতে নেমে শুরুটা ভালো করতেই হতো গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। সেখানেই পিছিয়ে পড়ে দলটি। স্কোরকার্ডে ১৪ রান উঠতেই দুই উইকেট হারিয়ে বসে দলটি। মাহমুদুল হাসান ও অধিনায়ক আকবর আলী ছাড়া কেউই বড় রান তাড়া করার মতো ইনিংস খেলতে পারেননি।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ২৩০ রানে গুটিয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনার মাহমুদুল হাসান ৫৫ বলে ৭টি চার ১টি ছয়ে ৫৯ রান করেছেন। মাঝে ৫০ বল খেলে ৬টি চারের সাহায্যে ঠিক ৫০ রান করেছেন আকবর।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে ৫৪ রানে চার উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। ৪১ রানে তিন উইকেট নিয়েছেন শরিফুল্লাহ।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর