Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফল্যের রহস্য আমি নিজেই: লিটন


২০ এপ্রিল ২০২২ ১৯:৪৪

ব্যাট হাতে স্বপ্নের সময় কাটছে লিটন কুমার দাসের। সম্প্রতি সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দারুণ এক সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের স্মরণীয় টেস্ট জয়ে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন লিটন। গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পর পর দুই ম্যাচে ১৩৬ ও ৮৬ রান করেছিলেন। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে খেলেন ৬০ রানের ঝলমলে এক ইনিংস। দক্ষিণ আফ্রিকা গিয়ে ওয়ানডে সিরিজে দারুণ ফিফটি করেছেন লিটন। এমন ধারাবাহিকতার রহস্য কি? লিটন জানালেন, সাফল্যের রহস্য তিনি নিজেই।

বিজ্ঞাপন

বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড এসজি বাংলাদেশে নিজেদের ব্যবসা বিস্তৃত করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন লিটন। বুধবার (২০ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে এসজি’র শোরুম উদ্বোধনে ছিলেন লিটন দাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বললেন, ‘আমার সাফল্যের রহস্য আমি নিজেই।’

ভালো সময় কাটানো লিটনের লক্ষ্য নিজের আরও উন্নতি। এক প্রশ্নের উত্তরে ডানহাতি ক্রিকেটার বলেন, ‘একজন খেলোয়াড় বা মানুষের চাহিদার শেষ নেই। আজকে যে অবস্থায় আছি, সামনে আরো ভালো হওয়ার চেষ্টা করব। আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, যাতে আগামী দিনটা আরও ভালো হয়। আমার জায়গা থেকে আমি মনে করি, আমি এখনও শতভাগ নই, চেষ্টা করব সামনে যেন ভালো কিছু করতে পারি।’

সামনেই শ্রীলংকা সিরিজ। দুটি টেস্ট খেলতে মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ঘরের মাঠে সিরিজ বলে আশাবাদি লিটন। বলেছেন, ‘অবশ্যই (ভালো কিছু আশা করতে পারি), যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা হবে। তাই আমরা আশা করতেই পারি, আমরা ভালো কিছু করব। যেহেতু এশিয়ার দল, আমরা অনেকদিন থেকেই তাদের সঙ্গে ভালো খেলছি। আশা করা যায় আমরা ভালো ফল করব।’

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ বিসিবি লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর