Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে নিতে ব্যর্থ মানচিনির ওপরেই ভরসা রাখছে ইতালি!

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২২ ১৪:০৭

২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলকে টিকিট পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় চাকরি হারানো জিয়ান পিয়েরো ভেন্তুরার কাছ থেকে ইতালির ডাগ আউটের দায়িত্ব নেন রবার্তো মানচিনি। ইতালির কোচ হিসেবে তার চার বছরের ক্যারিয়ারে সাফল্য আর ব্যর্থতা আছে দুইই। ইতালিকে দীর্ঘদিন পরে এনে দিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আবার চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে যেতে পারেননি বিশ্বকাপে। উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে প্লে-অফ থেকে বিদায় নেওয়া ইতালির ডাগআউট থেকে রবার্তো মানচিনির বিদায়ের ঘণ্টা বেজে উঠেছিল। তবে দেশকে বিশ্বকাপে না নিতে পারলেও কোচ হিসেবে মানচিনির ওপরেই ভরসা রাখছে ইতালি ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

ইউরো-২০২০ এর শিরপা জয়ের পথে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইতালি। এরপর উয়েফা নেশন্স লিগে স্পেনের কাছে হেরে ভাঙে সেই রেকর্ড। এরপর রোববার উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হারে নিশ্চিত হয় টানা দুই বিশ্বকাপ খেলতে না পারা। তবে এরপরও মানচিনির ওপরই আস্থা রাখছে ইতালি। তুরস্কের বিপক্ষে প্লে-অফে তৃতীয় হওয়ার লড়াইয়ে নামবে তারা। এর আগে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন মানচিনি। জাতীয় দলকে পরের পর্যায়ে নিয়ে যেতে সংকল্পবদ্ধ তিনি।

বিজ্ঞাপন

মানচিনি বলেন, ‘আমি ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলেছি, আমরা সবকিছুতে একমত হয়েছি। আগে এই ম্যাচটা নিয়ে ভাবি, এরপর বাকি সবকিছু নিয়ে ভাববো। এরপর ভবিষ্যতে আমাদের কোন জায়গায় উন্নতি লাগবে সেটা বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন অনেক গুরুত্বপূর্ণ জাতীয় দল আছে যারা গত ৬০ বছরে কিছু জেতেনি। ইতালি এর চেয়ে কিছুটা ভালো জায়গায় আছে কিছু হতাশা থাকলেও। কখনো কখনো আমরা অতিরিঞ্জত করে বলি যে কারণগুলো খুঁজে পেয়ে তার দিকে তাকাতেই হবে। উত্তর মেসিডোনিয়ার ওই ম্যাচটা ছাড়া গত তিন বছরে আমরা যা কাজ করেছি সেটা অভিনন্দিত হওয়ায় আনন্দিত।’

টানা দুই বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ থাকলেও কোনো অযুহাত দিচ্ছেন না মানচিনি। এবার নতুন করে শুরুর দিকে তাকিয়ে মানচিনি। এবার দলে তরুণদের বেশি করে সুযোগ দেওয়ার ছক আঁকছেন তিনি।

‘আমাদের গ্রুপটা জেতা উচিত ছিল অন্তত দুই পয়েন্ট বেশি নিয়ে। আমি কোনো অযুহাত দিতে চাই না যা ঘটেছে তার জন্য। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে ও সামনে এগিয়ে যেতে হবে। আমাদের গোড়া থেকে শুরু করতে হবে, আলাদা করে ভাবতে হবে। আমরা আরও তরুণদের জাতীয় দলে আনবো। আশা করবো ক্লাবেও তারা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে।’—যোগ করেন মানচিনি।

প্লে-অফে হেরে বিশ্বকাপের মঞ্চে খেলার সম্ভবনা শেষ হয়ে গেলেও এই রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নামছে ইউরো চ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে তুর্কির মাঠে আতিথ্য নেবে ইতালি।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান কোচ ইতালির কোচ থাকছেন মানচিনি ইতালির ফুটবল ফেডারেশন রবার্তো মানচিনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর